পহেলা বৈশাখে নগর বাউলের গান!
নগর বাউলখ্যাত জেমস পহেলা বৈশাখে বিশেষ দুটি কনসার্টে অংশ নেবেন। এবার ঢাকার বাইরে কোনো শো রাখা হয়নি। দুটি কনসার্টই হবে ঢাকায়।
আগামী ১৪ এপ্রিল দুপুর সোয়া দুইটায় জেমস গাইবেন রমনা পার্কে, মেট্রোপলিটন পুলিশ আয়োজিত কনসার্টে। এখানকার পরিবেশনা শেষ করে জেমস ছুটবেন কলাবাগান মাঠে। সেখানে তার পরিবেশনা শুরু হবে বিকেল ৫টা নাগাদ। এই কনসার্টের আয়োজক মোজো। তিনদিনব্যাপী এই কনসার্টে আরও গাইবেন মিলা, হৃদয় খান, ফিডব্যাক, শিরোনামহীন, ইনসাইড ইউ ও দাগ ব্যান্ড।
এদিকে জেমসের নতুন একটি গান এখন আলোচনায়। ‘সত্তা’ ছবিতে বাপ্পা মজুমদারের সুরে গেয়েছেন তিনি। প্রথমবারের মতো জেমসের গান পাওয়া গেলো কিংখানখ্যাত শাকিব খানের অভিনয়ে।
Comentarios