পুজোর গান ‘দুর্গাপূজা’ গাইলেন বর্ণ চক্রবর্তী।
ঢাকে তাল পড়েছে, ঢ্যাং কুড়কুড় বোলে কাশফুল বাতাসে মাথা দুলিয়েছে। শুরু হয়েছে বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব, দুর্গাপূজা। আজাকাল যদিও পুজো মানে, ফেইসবুকে বা ইন্ট্রাগ্রামে অঞ্জলী দিতে দিতে সেলফি আপলোড করা, পাল্টে গেছে সবার সাজ গোজ, তবে এই সব পুজোর আধুনিকতার মধ্যে যেটা হারিয়ে গেছে সেটা হল, পুজোর গান।
দুর্গা পুজোর সাথে অন্তরংঙ্গ ভাবে জরিয়ে থাকা বাঙ্গালির নানা আবেগ অনুভুতি কে তুলে ধরতে নির্মিত হয় পূজার গান। যা বাঙ্গালির প্রানে উৎসবের দোলা দেয়। ঢাকের তালে তালে সুর ও ছন্দে প্রকৃতি জানান দেয় মায়ের আগমনী বার্তা।
সবাই যেন মেতে উঠে উৎসবের আনন্দে। প্রিয় মানুষদের সাথে দেখা হয়, হয় উল্লাস, আর সেই ভালোবাসার আহ্বান জানিয়ে বর্ণ চক্রবর্তী গাইলেন তার নতুন গান "দুর্গা পূজা"। ‘দুর্গাপূজা’ গানের কথা লিখেছেন তরুণ গীতিকবি মাহমুদ শাওন। বর্ণ চক্রবর্তীর কনসেপ্টে ‘দুর্গাপূজা’র মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাফায়েত বাঁধন।
'দুর্গাপূজা' নিয়ে বর্ণ চক্রবর্তী বলেন, আসলে আমি বিভিন্ন দিবসগুলোকে একটু প্রাধান্য দিয়ে কাজ করি। বাবা দিবস, বন্ধু দিবস, পূজো এরকম অকেশনালি কাজ করতেই বেশি আগ্রহী। মাহমুদ শাওনের লেখার হাত ভাল। তাই ওকেই গানটি লিখতে বলি। দারুণ লিখেছে। সুর, সঙ্গীত ও গায়কীতে উৎসবের আমেজ রাখার চেষ্টা করেছি। এরই মধ্যে দর্শক-শ্রোতাদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। সবাইকে আহ্বান জানাবো উৎসবের আনন্দকে আরেকটু বাড়িয়ে নিন ‘দুর্গাপূজা’ গানে।
গানটি প্রসঙ্গে গীতিকার শাওন বলেন, বর্ণ দাদার সাথে এটা (দূর্গাপূজা) আমার দ্বিতীয় কাজ। বন্ধু দিবসে ‘বন্ধুত্ব’ শিরোনামের একটি গান লিখেছিলাম উনার জন্য। সাধারণত প্রেম বা বিচ্ছেদ নিয়ে লিখতে বেশি সাচ্ছন্দ্যবোধ করি। তবে উনার সাথে কাজ করতে গিয়ে খানিকটা ভিন্ন ধাঁচে লেখার সুযোগ হয়েছে। মূলত ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই ধারনা নিয়ে গানটা লেখার চেষ্টা করেছি। প্রকাশের পর থেকে ইতিমধ্যেই বেশ সাড়া পাচ্ছি।
উপভোগ করুন ‘দুর্গাপূজা’ গানটি:
Comentários