লাখো শ্রোতার হৃদয় জয় করল মিউজিক ফ্লিম “কন্যারে”!
কন্যারে গানের দৃশ্য।
গানের কারিগর শান এবার গাইলেন গান। গানের পিছনে নয় আসলেন পর্দায় সরাসরি মডেল হিসেবে। প্রায় এক দশক ধরে অসংখ্য গানের অসাধারন সংগীতায়জন করেছেন শান, এছাড়াও বেশ কয়েকটি গান নিজেও গেয়েছেন, তার মধ্যে সম্প্রতিকালে জনপ্রিয় কন্ঠশিল্পী ফাহমিদা নবীর সাথে সাদাকালো শিরোনামের একটি গান করে ইতিমধ্যেই শান শ্রোতা মহলে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেন। তারই ধারাবাহিকতায় এবার শান নিয়ে এলেন তার কন্যারে... কন্যা হিসাবেও অনেক সুন্দর ও সাবলীল চরিত্র ফুটিয়ে তোলেন সুস্মিতা সিনহা।
কণ্যারে... কন্যারে...বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধোনারে... সত্তর দশকের ঘুনেধরা গ্রামীন পঠভূমিতে একজন দরিদ্র কন্যা দায়গ্রস্ত পিতা, তার কন্যার জীবনের এক চরম মুহুর্তে যে কঠিন নির্মম বাস্তবতার সম্মুখীন হয়, তা আজও আমাদের সমাজের এক দুরারোগ্য ব্যাধি। সামাজিক দায়বদ্ধতার এই দৃষ্টিকোন থেকেই, মৌমিতা বিশ্বাস তার গল্প রুপ দিয়েছেন কন্যারে মিউজিকাল ফ্লিমে, সেই সাথে সমসাময়িক গ্রামীন প্রকৃতির অপরূপ আবহে অসাধারন দৃশ্যায়ন পরিচালনা করেন সফল পরিচালক শুভব্রত সরকার।
এম আর খানের কথা ও সুরে, সংগীত পরিচালক রোকন ইমন এর সংগীতায়জনে কন্যারে গানটি সত্যি সত্যিই অসাধারন একটি ব্যতিক্রম ধর্মী মিউজিক্যাল ফিল্ম এর আবহ সৃষ্টি করেছে। “কন্যারে” গানের নির্মাতা শুভব্রত সরকারের আসাধারন নির্মান শৈলীর সাথে, অনবদ্য সুর, গায়কী, রোমান্টিক দৃশ্যায়ন সব মিলিয়ে দর্শক হৃদয়ে অল্প সময়েই যথেষ্ট জায়গা করে নিয়ছে গানটি।
ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গত ২৭শে এপ্রিল গানটি উন্মুক্ত করা হয়। এই অল্প সময়েই গানটি প্রায় ৬ লাখ দর্শক হৃদয় জয় করেছে।
কন্যারে গানটি দেখুন :
Comments