অন্যরকম বর্ষবরণ!
- সারেগামা ডেস্ক।
- Apr 17, 2018
- 1 min read
অসহায়, এতিম ও প্রতিবন্ধী শিশুদের সাথে ইশরাত জাহান আইভি’র “বৈশাখ বর্ষবরণ”।

ছবিঃ এতিম ও প্রতিবন্ধী শিশু কিশোরদের মাতৃ স্নেহের পরশে আবদ্ধ করে নিচ্ছেন ইশরাত জাহান আইভি।
বালাদেশ কৃষক লীগের একজন কান্ডারী সংগঠক হিসেবে সুপরিচিত মুখ, বলিষ্ঠ বীর সাহসী নেতা, মাহান মুক্তিযোদ্ধা, প্রয়াত মহসিন বুলবুল এর সুযোগ্য কন্যা, বাংলাদেশ এফিনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইশরাত জাহান আইভি, সমাজের এতিম, অবহেলিত, দুস্থ ও বিপন্ন শিশুদের অধিকার সুরক্ষা, প্রতিপালন, কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন সহ, তাদেরকে সুস্থ ধারায় সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষে, দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
বৈশাখ বর্ষবরণ উদ্ যাপন উপলক্ষে, রাজধানীর ঝিগাতলা জামে মসজিদ ও মাদ্রাসায় এতিম ও প্রতিবন্ধী শিশুদের পরম মমতায় স্বভাবসুলভ স্নেহের পরশ বুলিয়ে, নিজের হাতে শিশুদের মুখে খাবার তুলে দিলেন ইশরাত জাহান আইভি।
পেশায় তিনি একজন ব্যাবসায়ী হলেও, বরাবরের মতই সামাজিক দায়বদ্ধতার বিবেক থেকেই ব্যাক্তিগত উদ্যোগে এধরনের কর্মকান্ড পরিচালনা করে আসছেন র্দীঘদিন ধরেই।
Comments