উন্মোচিত হল বীথি পান্ডের “যখন এসেছিলে”
“যখন এসেছিলে” সিডির মোড়ক উন্মোচন চলছে।। ছবি তুলেছেন : নিরব তাহসান।
আজ শনিবার ১৩ মে ২০১৭ইং, ৩০ শে বৈশাখ ১৪২৪ বিকাল ৫ টায় রাজধানীর বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রি রেষ্টুরেন্টে বীথি পান্ডের একক রবীন্দ্রসংগীতের অ্যালবাম “যখন এসেছিলে” এর প্রকাশনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে “যখন এসেছিলে” অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদী মোহাম্মদ, ফাহিম হোসেন চৌধুরী, তানজীনা তমা, অভিনেত্রী লারা লোটাস ও সংগীত শিল্পী দেবলীনা সুর সহ সঙ্গীতাঙ্গনের আরোও আনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ।
এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: শওকত আলী (ঢাকা বিশ্ববিদ্যালয় গনিত বিভাগ ।
আজকের এই প্রকাশনা আয়োজনে জি-সিরিজ ও অগ্নিবীণার স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া খালেদ ভাই সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অনেক বিশিষ্ট বেক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কবিগুরুর প্রেমে সিক্ত বীথি পান্ডের নিবেদন “যখন এসেছিলে” যা সাজানো হয়েছে রবীন্দ্রনাথের প্রেম ও প্রকৃতি পর্যায়ের দশ টি অসাধারন গান দিয়ে। “যখন এসেছিলে” অ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন : সুব্রত মুখোপাধ্যায়, রেকডিং ষ্টুডিও : ধ্বনি কলকাতা। “যখন এসেছিলে” অ্যালবামের যে গান গুলো থাকছে, ১, আমার রাত পোহালো ২, তুমি কোন কাননের ফুল ৩, যখন এসেছিলে ৪, ও যে মানে না মানা ৫, সখী ভাবনা কাহারে বলে ৬, যদি তারে নাই চিনি গো ৭, তোমায় গান শোনাবো ৮, ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে ৯, ওগো আমার চির অচেনা ১০, আজি ঝড়ের রাতে।
যখন এসেছিলে অ্যালবামের গানগুলি শুনুন ইউটিউবে।
ছোটবেলা থেকেই বীথি খুব যত্ন করে গান শিখেছে। তারই ধারাবাহিকতায় বিশ্বভারতী (শান্তিনিকেতন) বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে রবীন্দ্র সংঙ্গীত বিষয়ে অর্নাস ও মাষ্টার্স সম্পন্ন করেন বীথি। সেখানেও বীথি বহু সুনামধন্য ব্যক্তিত্বদের সংস্পর্শে শিক্ষা গ্রহন করেন। বীথি কয়েক বছর অধ্যাপিকা শ্রীমতি স্বস্তীকা মুখোপাধ্যায়, প্রশান্ত কুমার ঘোষ প্রমুখের কাছে রবীন্দ্র সংগীতের শিক্ষা গ্রহন করেন। বীথির ইচ্ছা জীবনের শেষ দিন পর্যন্ত রবীন্দ্রনাথের গানের উচ্চতর গবেষনায় নিজেকে নিয়েজিত রাখা।
বীথি পান্ডে বলেন,
পারিবারিক অনুপ্রেরনায় ৫ বছর বয়সে আমি সঙ্গীত চর্চা শুরু করি। আমার সঙ্গীতের হাতে খড়ি মরহুম বদরুল হুদার কাছে। তাই ছোট বয়স থেকেই সঙ্গীত আমার সঙ্গী হয়ে ওঠে। তারপর আরও অনেক গুণী সঙ্গীত ব্যক্তিত্বদের কাছে আমি শ্রাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেই। আমি ওস্তাদ সুনীল ধর ও পবর্তীতে অসীতদে’র কাছে শ্রাস্ত্রীর সঙ্গীত শিখি।
কলেজ পড়ার সময় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের এক প্রতিযোগীতায় আমার আলাপ হয় শ্রদ্ধেয় মরহুম ওয়াহিদুল হক স্যারের সঙ্গে। কবিগুরুর গানে তিনিই আমাকে প্রথম অনুপ্রানীত করেন। সেই সুত্রেই আমি বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক ড.আ.বা.ম. নুরুল আনোয়ারের কাছে রবীন্দ্র চর্চা শুরু করি। পরবর্তীতে বিশ্বভারতী (শান্তিনিকেতন) বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে আমি রবীন্দ্র সংঙ্গীত বিষয়ে অর্নাস ও মাষ্টার্স সম্পন্ন করি। সেখানেও আমি বহু সুনামধন্য ব্যক্তিত্বদের সংস্পর্শে আসি ও শিক্ষা গ্রহন করি। আমি বহু বছর অধ্যাপিকা শ্রীমতি স্বস্তীকা মুখোপাধ্যায়, প্রশান্ত কুমার ঘোষ প্রমুখের কাছে রবীন্দ্র সংগীতের শিক্ষা পেয়েছি।
২০১৩ সালে আমার প্রথম একক রবীন্দ্র সংগীত অ্যালবাম ‘হৃদয় নন্দন বনে’ লেজার ভিশন থেকে প্রকাশিত হয়। পূজা পর্যায়ের ১০ টি গানের এই অ্যালবামটি সকলের ভালো লেগেছিল। তারই ধারাবাহিকতায় এবার আমার ২য় একক অ্যালবাম বাজারে আসছে। কবিগুরুর প্রেম ও প্রকৃতি পর্যায়ের ১০ টি গান দিয়ে সাজানো এই অ্যালবামটির নাম ‘যখন এসেছিলে’। অ্যালবামটি বাজারে আসছে জি-সিরিজ এর প্রকাশনায়। রবীন্দ্র প্রেমে সিক্ত এই গানগুলি আমি আমার পরম ভালোবাসায় উপস্থাপন করেছি। গান গুলির গায়কী আমার প্রিয় শ্রোতাদের যদি ভাল লেগে থাকে, সেটাই হবে আমার সকল পরিশ্রমের সার্থকতা। শ্রোতাদের মাঝে গান দিয়েই বেঁচে থাকতে চাই আজীবন। সবাই আমার জন্য দোয়া করবেন।
প্রথম অ্যালবাম প্রকাশ কাল : ২০১৩ সালে শ্রদ্ধেয় শ্রী সঞ্জীবদে'র অনুপ্রেরনায়, বিশ্বভারতী'র সংগীত ভবনের অধ্যাপিকা শ্রীমতি স্বস্তীকা মুখোপাধ্যায়ের সার্বিক তত্ত্বাবধানে এবং কোলকাতার অন্যতম সংগীত ব্যক্তিত্ব সুব্রত মুখোপাধ্যায়ের সংগীতায়জনে “হৃদয় নন্দন বনে” শিরোনামে বীথির প্রথম রবীন্দ্রসংগীত এর অ্যালবাম প্রকাশিত হয় ঢাকার স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে।
“হৃদয় নন্দন বনে” এ্যলবামে বীথির গান শোনার পর, কোলকাতার বিশ্বভারতী' (শান্তিনিকেতন) এর গুনীজন সহ বাংলাদেশের আনেকেই রবীন্দ্রসংগীতে বীথির সাফল্যের তারিফ করেন।
বিশিষ্ট সংগীতজ্ঞ ওস্তাদ সঞ্জীব দে বলেন, বীথির কন্ঠে রবীন্দ্রনাথের গান শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। আর এটাই তার রবীন্দ্রসাধনার সফলতা। আমি বীথির আগামী দিনের সংগীত জীবনের সাফল্য কামনা করছি।
শ্রীমতি স্বস্তীকা মুখোপাধ্যায় বলেন, রবীন্দ্র সংগীতের জগতে বীথি এক নতুন তারকা। শান্তিনিকেতনের শিক্ষায় শিক্ষিত এই নবীন শিল্পী আমাদের মনে এক নতুন আশা জাগিয়েছে। শান্তিনিকেতন এর খোলা হাওয়ার স্পর্শ তার গলায় রয়েছে। তার গান গুলি এক গভীর নিবেদন।
“যখন এসেছিলে” এ্যালবাম এর গান শুনতে পারেন : এই লিংঙ্ক থেকে MUSIC LIBRARY ARTIST | BITHI PANDEY
Kommentare