গান পাড়ার পুজো!
গান পাড়ার পুজো!
দেখতে দেখতে বছরের সেই সময় টা এসে গেল, সেই সময় টার জন্যইতো বাঙ্গালী অধীর.. আগ্রহে বসে থাকে, যখন সাড়া বাংলা জুরে জ্বলে ওঠে উৎসবের আলো, ঘুম ভাঙ্গায় শরতের নীল আঁকাশের আভা, আগমনী হাওয়ায় দোল খায় কাঁশফুল, শিল্পীর তুলির রং লেগে কাঁচা মাটির মুর্তি প্রতিমা হয়ে ওঠে।
আজাকাল যদিও পুজো মানে, ফেইসবুকে ম্যাডস্কয়ারে আড্ডা মারার চেকিং বা ইন্ট্রাগ্রামে অঞ্জলী দিতে দিতে সেলফি আপলোড করা, পাল্টে গেছে সবার সাজ গোজ, সাধারন বাঁশ ত্রিপল এর প্যান্ডেল ছেড়ে থিন পুজোর প্রহর, তবে এই সব পুজোর আধুনিকতার মধ্যে যেটা হারিয়ে গেছে সেটা হল, পুজোর গান।
দুর্গা পুজোর সাথে অন্তরংঙ্গ ভাবে জরিয়ে থাকা বাঙ্গালীর নানা আবেগ অনুভুতি কে তুলে ধরেছে এই গান পাড়ার পুজো, কিছুটা ছেলেবেলার নতুন রংঙ্গীন জামা কাপড়,আর ক্যাপ বন্দুকের গন্ধ, কিছুটা বেকায়দায় প্রেমেপরে নতুন করে মন হারাবার ছন্দ, কিছুটা পুরনো বন্ধুদের সাথে একচোট হয়ে আড্ডার ঝড় তোলা, আর বাকীটা চার দিন ধরে জমিয়ে পেট পুজো আর তৃপ্তির ঢেকুর তোলা।
আর এ বছর পুজোয় যাদের বাড়ী ফেরা হল না, তাদের কাছে গানে গানে পুজো পৌছে দেবার একটা চেষ্টা। তাই এই পুজোয় ঢাকের বাদ্দির সাথে সাথে পাড়ায় পাড়ায় আবার বাজবে পুজোর গান, ঠিইক আগের মত, নতুন সুরে, নতুন মেজাজে, গানে গানে সবার পুজো হয়ে উঠুক আরো আনন্দের।।
Comments