সম্মানিত পাঠকের কাছে খোলা চিঠি।
সুপ্রিয় পাঠক, শুভ নববর্ষ।
সুপ্রিয় পাঠক, শুভ নববর্ষ। আজ ১৪ই এপ্রিল ২০১৭, ১লা বৈশাখ ১৪২৪, পহেলা বৈশাখ। আজ এই শুভ দিনে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালবাসা। আজ সারেগামা বাংলার এক বছর পূর্তি হল। সারেগামা বাংলার এক বছর পূর্তি উপলক্ষে, আমাদের পাঠক, লেখক, শিল্পীসমাজ সহ সকল কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত এক বছরে সারেগামা বাংলার নতুন এ পথচলায়, আপনাদের সহযোগিতা, উৎসাহ ও ভালোবাসাই ছিল আমাদের একমাত্র যাত্রাপ্রেরনা। নতুন এ পথ চলতে গত এক বছরে আমরা অনেক বাধার সম্মুখিন হয়েছি, যা একমাত্র আপনাদের অনুপ্রেরনাতেই আমরা অতিক্রম করতে সফল হয়েছি। আমরা বিশ্বাস করি, সারেগামার শক্তি আপনারা, আমাদের শ্রদ্ধেয় পাঠক,ও শিল্পীসমাজ। একটা শিশু যখন হামাগুড়ি দিয়ে হাঁটা শুরু করে, তখন সে হাঁটতে গিয়ে বারবার পড়ে যায়, আবার হাঁটার চেষ্টা করে মায়ের হাত ধরে ধরে, এভাবে একদিন সে নিজেই হাঁটতে শেখে। সুপ্রিয় পাঠক, আপনারাই আমাদের একমাত্র অভিভাবক।
প্রিয় পাঠক, বর্তমান আধুনিক বিশ্বায়নের যুগে সমগ্র বাঙ্গালী সমাজ আজ, বাংলা ভাষা সহ বাংলার সমৃদ্ধ সুস্থধারার সংগীতকে সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এ মহৎ উদ্যোগে আপনাদের সাথে পথচলায় সারেগামা পরিবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
প্রিয় পাঠক, আপনাদের ভালবাসা আমাদের ঋদ্ধ করে, তার প্রতিদান আমরা কীভাবে দেব? আমাদের সবারই তো একটাই চেষ্টা, একটাই প্রত্যাশা বাংলা ভাষা ও বাংলা সংগীত সহ বাংলাদেশের জয়। সবাই মিলে সেই চেষ্টাই তো আমরা করে চলেছি। তাই পরিশেষে একটা কথাই বলতে চাই, আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরাও আপনাদের পাশে আছি। আগামীর দিনগুলোতে এভাবেই আপনাদের সহোযোগীতা আমাদের একমাত্র কাম্য। আপনারা সবাই ভাল থাকুন। ভাল থাকুক আমাদের প্রিয়তম মাতৃভূমি, বাংলাদেশ।।
Comments