অনেক বছর পর নিজের একক অ্যালবাম করলেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী। গতকাল বিকালে ঢাকার গুলশান ক্লাবে তার একক অ্যালবাম ‘ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী’র প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ অনেক চেষ্টার পর গুণী এই শিল্পীর অ্যালবাম শ্রোতাদের হাতে অবশেষে তুলে দিতে পেরে প্রতিষ্ঠানটি ভীষণ খুশি। প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল হক খালেদ ভূঁইয়া বলেন, ‘ওস্তাদজীর যথেষ্ট আন্তরিকতা ছিল বলেই অ্যালবামটি অবশেষে আমরা প্রকাশ করতে পারছি। শুধু এতটুকুই বলব, প্রায় দুই যুগ পর আমাদের দেশে একটি আন্তর্জাতিক মানের গানের অ্যালবাম হলো। শ্রোতাদের ভীষণ ভালো লাগবে।’ ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী বলেন, ‘আপাতত খুব বেশি কিছু বলার নেই। শ্রোতারা যেন গান শুনতে আগ্রহী হন সে বিষয়টি মাথায় রেখে তেমন কিছু গানই করার চেষ্টা করেছি। আমি নিজে এই অ্যালবামের জন্য ছয়টি গান লিখেছি, নয়টি গানই আমার সুর করা।’ অ্যালবামের বাকি তিনটি গান লিখেছেন মুন্শী ওয়াদুদ, মনিরুজ্জামান মনির ও ফয়সাল আহমেদ। পুরো অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।