‘জয় বাংলা কনসার্ট’।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বরণীয় করে রাখতে এ বছরও আয়োজন করা হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। আসছে ৭ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টটির আয়োজক হিসেবে থাকছে ইয়ং বাংলা।
দেশের যুব সমাজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণের মাধ্যমে অনুপ্রাণীত করতে ইয়ং বাংলার এই আয়োজন। এবারের কনসার্টে স্টেজে থাকছে দেশের শীর্ষ সাত ব্যান্ড দল। ৭ মার্চ বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেজ মাতাতে থাকছে- ওয়ারফেজ, শিরোনামহীন, আর্বো ভাইরাস, লালন, ক্রিপটিক ফেট, নেমেসিস এবং শূন্য। এ ছাড়াও এবার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লেজার শো’র মাধ্যমে নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা তুমি’ কবিতা। এ ছাড়াও লেজার শো’র মাধ্যমে দেখানো হবে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।
কিন্তু এই অসাধারণ কনসার্টটি মিস করতে না চাইলে আপনাকে দ্রুত সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন।
আর রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে : http://ticket.youngbangla.org