বাঁকুড়ার নিজের বাড়িতে মারা গেলেন সনাতন দাস বাউল।
রবিবার ভোর ৩টা নাগাদ বাঁকুড়ার নবাসনে নিজের বাড়িতে মারা গেলেন সনাতন দাস বাউল। বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯২৩ সালে বাঁকুড়ার খয়েরবোনি গ্রামে জন্ম। অনুষ্ঠানিক পরিবেশনের থেকে বরাবর সাধনার ওপরেই জোর দিয়েছিলেন তিনি। তবে সংসার ত্যাগ করেননি। সংসারে থেকেই চালিয়েছেন নিজের সাধনা। তৈরি করেছেন ‘এখনও এল না কালিয়া’-র মতো গান। বৈষ্ণব কীর্তনের সঙ্গে এই গানে তিনি কথকতাকে মিশিয়েছিলেন। শান্তিনিকেতনের সঙ্গে নিবিড় যোগ ছিল তাঁর। প্রতিবছর যেতেন পৌষমেলায়। শুধু দেশে নয়, ফ্রান্স, আমেরিকাতেও প্রচার করেছেন তাঁর ভাব। পেয়েছেন অসংখ্য পুরস্কার। এদিন দুপুর ৩টার সময় তাঁর ঘরেই সমাধিস্থ করা হয় এই সাধক বাউলকে। রেখে গেলেন তাঁর বহু দশকের সাধন সঙ্গিনী মীরা, দুই ছেলে বিশ্বনাথ, বাসুদেব এবং মেয়ে যশোদাকে। তাঁর অসংখ্য শিষ্যদের মধ্যে রয়েছেন পার্বতী বাউল। সূত্র: আজকাল ।