হাইটেক পার্কে স্মার্টফোন ও ল্যাপটপ তৈরি হবে : পলক
- MUSIC BANGLA
- Mar 1, 2016
- 1 min read

গাজীপুর, ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গাজীপুর হাইটেক পার্কের এক একর জমিতে স্মার্টফোনও ল্যাপটপ তৈরি হবে।এতে লক্ষাধিক তরুণ তরুণির কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশে এই প্রথম বারের মত শুরুহল স্মার্টফোন ও ট্যাব তৈরির কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে প্রচুর পরিমানে স্মার্টফোন ও ল্যাপটপ কম্পিউটার প্রয়োজন। বিদেশ থেকে এসব পণ্য আমদানি করতে প্রচুর টাকা বিদেশে চলে যায়। এসব ডিভাইস আর আমদানি করতে হবে। এই হাইটেক পার্ক থেকেই দেশের চাহিদা পূরণ করা যাবে। আজ রবিবার গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের ২ নাম্বার ও ৫ নাম্বার ব্লকে সামিট টেকনোপলিস লিমিটেডের গ্রাউন্ড ব্রেকিং উদ্বোধনের সময় এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান প্রমুখ। তিনি বলেন, বাংলাদেশ ও শ্রীলংকার যৌথ উদ্যোগে এসব ডিভাইস তৈরি করা হবে। বছরে তিন লাখ ল্যাপটপ ও ৫ কোটি মোবাইল ফোন আমদানি করতে হয়। এ বছরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৪ হাজার ল্যাপটপ বিতরণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।