বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রশংসা করলেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী ডেভিড র
- MUSIC BANGLA
- Mar 15, 2016
- 1 min read

চলতি বিশ্বকাপে আইসিসির সহযোগৗ দেশগুলোর বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স দিয়ে আসলে তাদের সামর্থটা অনুমান করা যাবে না। আসলে ব্যাপার হল, গত দেড় বছর ধরেই বাংলাদেশ ক্রিকেটে তার ইতিহাসের সবচেয়ে স্বর্ণালী সময় কাটাচ্ছে। আর তাদের এই পারফরম্যান্সের প্রশংসা করলেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্সসন। ভারতে বিশ্বকাপ চলাকালে তিনি মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভির। আলাপকালে তিনি বলেন, ‘গত দুই-তিন বছর হলো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ যেভাবে উন্নতি করেছে তাতে করে সবাই মুগ্ধ। তাদের উন্নতি অনেকের কাছে উদাহরণ হতে পারে। আর হ্যা, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের প্রথম পর্বে বাংলাদেশে পারফরমেন্স সত্যই দুর্দান্ত। সুপার টেন-এ অন্য দলগুলোকে বাংলাদেশ আগাম সতর্কবাণী দিয়ে রেখেছে।’ বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ গুলোর এলিট ক্লাবের সদস্য হওয়া সত্ত্বেও মূলত বানিজ্যিক দিক বিবেচনা করেই দেশটিকে খেলে আসতে হয় বাছাইপর্ব। র্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে সুপার টেনে। বাকি আটটি দল থেকে বাছাই হয়ে দুটি দলকে সুযোগ দেয়া হবে সেই সুপার টেনে – এমনটাই নিয়ম। সেই নিয়মের বেড়াজালে বাংলাদেশকেও খেলে আসতে হয় বাছাইপর্ব। তবে, মাশরাফি বাহিনীর সুপার টেনের টিকেট পেতে খুব একটা সমস্যা হয়নি বললেই চলে। টেস্ট খেলুড়ে বাংলাদেশকে দাই বাছাই পর্বে খেলানো কতটুকু যুক্তিযুক্ত? – এমন প্রশ্নের জবাবে রিচার্ডসন জানান, র্যাংকিংয়ে উন্নতি করলে বাছাইপর্বের জটিলতা আর থাকবে না। বললেন, ‘টেস্ট খেলুড়ে দলগুলোর আরও দ্রুত উন্নতি করার জন্য অনেক খেলার মাঝে রেখেছি। বাংলাদেশও ঠিক তেমন। আর টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ উন্নতি করলে বাছাই পর্বের খেলার বিতর্ক থাকবে না। তবে, এবারের আসরে প্রথম-পর্বে বাংলাদেশের পারফরমেন্স দেখার পর পরবর্তী আসরে ভাবছি কি করা যায়।’