Search
সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ঢাকায় আয়োজন করা হয়েছে 'শেয়ার দ্য মিউজি
- MUSIC BANGLA
- Mar 19, 2016
- 1 min read

সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ঢাকায় আয়োজন করা হয়েছে 'শেয়ার দ্য মিউজিক'। এতে আগেই শোনা গিয়েছিল ভারতীয় শিল্পী মোনালি ঠাকুরে নাম।
আয়োজক ইন্টিগ্রেডি ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট জানাল, এবার জনহিতকর এ আয়োজনে যুক্ত হচ্ছেন নগরবাউল জেমস।বাংলাদেশের আরও থাকবে ব্যান্ড আর্টসেল, ইনডালো ও শূন্য।
আয়োজক প্রতিষ্ঠানের ইভেন্ট ম্যানেজার প্রদীপ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইন্টিড্রেটেড ডেভেল্পমেন্ট ফোরামের উদ্যোগে এ কনসার্টটি আগামী ৩০ মার্চ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হবে।
আয়োজনের সমন্বয় করছে, পেজ থ্রি নামের একটি সংগঠন। তারা জানায়, তিনটি ক্যাটগরিতে টিকিট বিক্রয় চলছে। সংগ্রহীত অর্থ সুবিধাবঞ্চিতদের জন্য ব্যয় করা হবে।
মোনালি সর্বশেষ ২০১৪ সালের ২৮ জুলাই ঢাকা এসেছিলেন। ঈদের চাঁদরাতের সে আয়োজনে সরাসরি গেয়েছিলেন আরটিভির স্টুডিওতে।
পশ্চিমবঙ্গের মেয়ে মোনালি ঠাকুর ২০০৬ সালে ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় অংশ নেন। এরপর বলিউডের সিনেমার গানেও কণ্ঠ দেন তিনি। গান গাওয়ার পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি।