বিশ্বসংগীত অঙ্গনে ‘ফিফ্থ বিটলস’ নামে পরিচিত সংগীত প্রযোজক জর্জ মার্টিন (৯০) মারা গেছেন।
বিশ্বসংগীত অঙ্গনে ‘ফিফ্থ বিটলস’ নামে পরিচিত সংগীত প্রযোজক জর্জ মার্টিন (৯০) মারা গেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের একজন মুখপাত্র ও তাঁর পরিবার মঙ্গলবার জর্জ মার্টিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জর্জ বিশ্বকে উপহার দিয়েছিলেন ‘বিটলস’-এর মতো খ্যাতিমান একটি ব্যান্ডদল। প্রযোজনা করেছিলেন দলটির প্রায় সবগুলো অ্যালবাম। তাঁর সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন জন লেনন, পল ম্যাকার্থি, জর্জ হ্যারিস-সহ আরও অনেকে। সংগীত ভুবনে দীর্ঘ ছয় দশকে তিনি শুধু বিটলসের অ্যালবামগুলোই বের করেননি। কাজ করেছেন ‘গেরি অ্যান্ড পেসমেকার্স’, ‘জেফ বেক’, ‘আমেরিকা’, ‘চিপ ট্রিক’-এর মতো ব্যান্ডগুলো সঙ্গে। ১৯৬২ সালে জ্যাজ, কমেডি ও ক্ল্যাসিকাল ধারার গানও প্রযোজনা করেছেন তিনি। জর্জের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিটলসের সাবেক ড্রামার, গায়ক ও গীতিকার রিঙ্গো স্টার টুইটারে লিখেছেন, ‘তোমার উদারতা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জর্জ।’ পৃথিবীর সেরা সংগীত প্রযোজক হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছে নাইট উপাধিপ্রাপ্ত জর্জ মার্টিনের নাম। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সর্বকালের সেরা ৫০টি রেকর্ডের এক নম্বর রেকর্ডটি তাঁর।