Search
আজ ২৪শে মার্চ স্বাধীনতা পদক পেতে যাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ।
- MUSIC BANGLA
- Mar 24, 2016
- 1 min read

সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি নির্মলেন্দু গুণ স্বাধীনতা পদকের জন্য মনোনিত হয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহমাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ১৪ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে সরকার।
গত ২০০০ সালে একুশে পদক লাভ করেন কবি নির্মলেন্দু গুণ। বাঙালির স্বাধীনতা আন্দোলন ও সত্তরের উত্তাল সময়ে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য চলতি বছর স্বাধীনতা পদক পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ।
স্বাধীনতা পদক না পাওয়ার ক্ষোভ থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহপাঠী কবি নির্মলেন্দু গুণ। রাষ্ট্রের সর্বোচ্চ এ পদকের জন্য এরপরই উদ্যোগ নিয়ে নতুন করে নির্মলেন্দু গুণের নাম ঘোষণা করলো সরকার।
আজ ২৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।