আপনার অজানা প্রশ্নের উত্তর পেতে সাহায্য করবে বিস্ময় ডট কম !
বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে আমরা সকলেই ইন্টারনেটের এর উপর নির্ভরশীল হয়ে পরেছি এজন্য আমরা কোন সমস্যায় পরলে বা কোন প্রশ্নের উত্তর জানতে প্রয়োজন হলে ইন্টারনেটের সাহায্য নিয়ে থাকি। এই সুত্র ধরেই সম্পূর্ণ বাংলা ভাষায় সমস্যা সমাধানের লক্ষ্যে ৫ মার্চ ২০১৪ তে বিস্ময় অ্যানসারস প্রতিষ্ঠা হয়। যা বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য প্রশ্ন ও উত্তরের একটি উন্মুক্ত মাধ্যম এবং বিনামূল্যে ব্যবহার যোগ্য একটি মাধ্যম।
উদ্দেশ্যঃ
বিস্ময় অ্যানসারস এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সকল সমস্যার সমাধান ও সকল প্রশ্নের উত্তর বাংলায় দেয়া।
সুবিধাঃ
আপনার বিভিন্ন সমস্যার সমাধান বা অজানা উত্তরের জন্য বিনামূল্যে আমাদের প্রশ্ন করতে পারবেন এবং যে সকল প্রশ্নের উত্তর জানেন তার উত্তর দিয়ে আপনি আমাদের তথা সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের সেবা বা সাহায্য করতে পারবেন।
সাইড টির লিংক : http://ans.bissoy.com/
মোঃ আরিফুল ইসালাম বিস্ময় ডট কম এর প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগেই ২০১৩ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে বিস্ময় ডট কম। বর্তমানে ইন্টারনেট ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসেবে তরুন উদ্যোক্তাদের সাপোর্টিং রোল মডেল হিসেবে কাজ করছেন। পেশাগত ভাবে তিনি একজন প্রোগ্রামার।
সরকারী ভাবে পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের মেধাবী উদ্যেগতারা হয়ত একদিন বাংলাদেশের মুখ বিশ্বের দরবারে উজ্বল করবে।