top of page

বসন্তের শেষ গ্রীষ্মের শুরুতে যত অসুখ-বিসুখ।


গ্রীষ্মের শুরু হয়েছে কিন্তু এখনো শীত শীত লাগে, মাঝে মাঝে গরমও। তাপমাত্রার এ দোলাচলে শরীরও ঠিক মানিয়ে নিতে পারছে না। গ্রীষ্মের এই ঋতু পরিবর্তনের সময় আর্দ্রতা, ধুলাবালি আর বৃষ্টিপাতের কারণে ঠাণ্ডা, জ্বর, কাশি সহ ভাইরাসজনিত কিছু সাময়িক, কিন্তু অস্বস্তিকর রোগের সম্মুখীন হতে হয় অথবা পুরনো কিছু অসুখের আগমন দেখা যায়। তাই এই সময়টাতে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থেকে নিজেকে সুস্থ রাখার জন্য কিছু মেনে চলা প্রয়োজন।

যারা বেশি আক্রান্ত হয় • নবজাত শিশু • এক থেকে ছয় মাস বয়সী শিশু • স্কুলপড়ুয়া শিশু • বয়স্ক মানুষ (৫৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স) • যাদের আগে থেকেই শ্বাসকষ্ট (অ্যাজমা) বা যক্ষ্মা বক্ষ্যব্যাধি আছে • ক্যান্সারে আক্রান্ত ও রেডিওথেরাপি বা কেমোথেরাপি চলছে যাদের • যাদের লিভার সিরোসিস রয়েছে • ডায়াবেটিস রোগী • হার্টের রোগী • এইডসের রোগী • যারা পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করে না • গর্ভবতী নারী

যে ধরনের অসুখ হয় • শ্বাসতন্ত্রের সমস্যা • পেটের অসুখ • চর্মরোগ

শ্বাসতন্ত্রের সমস্যা ঋতু পরিবর্তনের সময় মানুষ সর্বাধিক আক্রান্ত হয় শ্বাসতন্ত্রের সমস্যায়। • তাপমাত্রা ওঠানামার সঙ্গে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সিস্টেম হঠাৎ করে ভারসাম্য বজায় রাখতে না পারলে মানুষ আক্রান্ত হয়। বিশেষ করে শিশুরা, যাদের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সিস্টেমটি যথেষ্ট কার্যকর নয়। • তাপমাত্রার পরিবর্তন আমাদের শরীরের রোগ প্রতিরোধক শক্তি বা ইমিউন সিস্টেম আক্রান্ত করে এবং দেহের রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়। ফলে ইনফেকশনে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়, বিশেষ করে যারা শিশু ও বৃদ্ধ অথবা যাদের ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদি অসুখের কারণে রোগ প্রতিরোধক্ষমতা এমনিতেই কম থাকে। • এ সময় পানি খাওয়া কম হয় বলে শরীরে পানিশূন্যতা থাকে এবং শ্বসনতন্ত্র থেকে যে প্রতিরোধক ব্রংক্রিয়াল নিঃসরণ হয়, যা শ্বাসনালির ভেতরের জীবাণুকে বের করে দেয়, তা শুকিয়ে যায়। ফলে জীবাণু বের হতে পারে না এবং সহজেই বিস্তার লাভ করে। • এ সময় বাতাস অত্যন্ত শুষক থাকে ফলে প্রশ্বাসের বায়ু প্রয়োজনীয় পরিমাণে আর্দ্র হতে পারে না। এর ফলে জীবাণু শ্বাসতন্ত্রের ভেতরে ঢোকে ও বিস্তার লাভ করে। শুষকতার জন্য ধুলাবালি বেড়ে যায় বলে অ্যাজমার প্রকোপ বাড়ে।

যে জীবাণু দিয়ে অসুখ হয় • এ জীবাণুগুলো সাধারণত ভাইরাস। • ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যার সংক্রমণে হয় ঋতু পরিবর্তনজনিত ফ্লু। এর আবার কয়েকটি ভাগ রয়েছে যেমন বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি। • রাইনো ভাইরাস-শ্বাসনালির ইনফেকশন। • অ্যাডোনো ভাইরাস-শ্বাসনালির ইনফেকশন।

কী লক্ষণ থাকে • জ্বর • তীব্র ক্লান্তি • কাশি ও গলা ব্যথা • নাক দিয়ে পানি পড়া • নাক বন্ধ হয়ে থাকা • মাথাব্যথা • পা ব্যথা এ সমস্যাগুলো কখনো জটিল আকার ধারণ করলে নিউমোনিয়া, প্রচণ্ড শ্বাসকষ্ট ও পানিশূন্যতা দেখা দিতে পারে।

যা করতে হবে ঋতু পরিবর্তনের সমস্যাগুলো এড়াতে যা করতে পারি- • এ সময় গরম লাগলেও শিশু ও বয়স্করা পাতলা কাপড় পরে থাকবেন না। শীত পুরোপুরি চলে না যাওয়া পর্যন্ত গরম কাপড় ব্যবহার করতে হবে। • ফ্লু খুব ছোঁয়াচে, তাই এ সময় পিকনিকে যাওয়া ও মেলায় যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম তারা এ ধরনের স্থান এড়িয়ে চলুন। • শিশুরা ফ্লুতে আক্রান্ত হলে স্কুলে যেতে দেবেন না। এতে অন্য শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। • হাঁচি-কাশির সময় রুমাল ব্যবহার করুন। • এ সময় অ্যাজমা বা শ্বাসকষ্ট বেড়ে যায়। তাই সব সময় ইনহেলার সঙ্গে রাখুন। ধুলাতে সমস্যা হলে বাইরে যাওয়ার সময় মাস্ক বা স্কার্ফ ব্যবহার করুন। • পানি বেশি পান করতে হবে। দিনে অন্তত দুই লিটার। (আট গ্লাস) পানি পান করুন, যাতে শরীরে পানিশূন্যতা তৈরি না হয়। • ধূমপান করবেন না। • প্রচুর পরিমাণে তাজা শাকসবজি ও ফল খান, বিশেষ করে টক ফল যেমন-লেবু, বরই, কমলা। • দিনে অন্তত ৩০ মিনিট হাঁটুন এবং খালি হাতে ব্যায়াম করুন। টিকা যাদের ফ্লুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তাদের বছরে একবার বা ছয় মাসে একবার টিকা নিতে হবে। এখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকা পাওয়া যায়। চাইলে নিতে পারেন।

যাদের টিকা নেয়া প্রয়োজন • ৫ বছরের কম বয়সী শিশু • বৃদ্ধ (৬৫ বছরের বেশি) • গর্ভবতী নারী • যাদের শ্বাসতন্ত্রের সমস্যা বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ও অ্যাজমা রয়েছে • যাদের হার্টের সমস্যা আছে • যেসব শিশুর জন্মগত হার্টের ত্রুটি রয়েছে • যাদের কিডনি ও লিভারের সমস্যা আছে • যেমন স্বাস্থ্যকর্মী (ডাক্তার, প্যারামেডিকস, নার্স, যারা স্বাস্থ্যসেবার সঙ্গে পেশাগত কারণে জড়িত) • যারা দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন • যারা রেডিওথেরাপি বা কেমোথেরাপি নিচ্ছেন • ডায়াবেটিসের রোগী যাদের টিকা নেয়া যাবে না • ছয় মাসের কম বয়সী শিশু • যাদের ইনফ্লুয়েঞ্জার টিকা দিলে অ্যালার্জি বাড়ে • যাদের টিকা নেয়ার ফলে আগে কোনো ধরনের সমস্যা হয়েছিল চিকিৎসা • পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। • প্রচুর পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে। • জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল খেতে হবে। খেতে সমস্যা হলে জ্বর নিয়ন্ত্রণে রাখার জন্য প্যারাসিটামল সাপোজিটরি পায়খানার রাস্তায় ব্যবহার করতে হবে। • যাদের সমস্যা বেশি ও জটিল হয়েছে তাদের অ্যান্টিভাইরাল বা অ্যান্টিবায়োটিক খাওয়া প্রয়োজন পড়তে পারে। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক শুরু করবেন না।


পেটের অসুখ এ সময়ে বেশ কিছু পেটের অসুখ বেশি হয়। • এ সময় শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কম থাকে। • শীতের সময় ফ্রিজে খাবার রাখার প্রবণতা কমে কিন্তু হালকা গরম ও আবহাওয়ার তারতম্যের কারণে বাইরে রেখে দেয়া খাবার সহজেই জীবাণু আক্রান্ত হয়। • এটি অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় পরিষকার-পরিচ্ছন্নতা বজায় না রাখলে সহজেই অন্যজন আক্রান্ত হয়।

যে ধরনের জীবাণু দিয়ে অসুখ হয় সাধারণত রোটা ভাইরাস (৫ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে) অ্যাডেনো ভাইরাস দিয়ে পেটের পীড়া হয়।

যে ধরনের লক্ষণ দেখা যায় • পানির মতো পাতলা পায়খানা • বমি • জ্বর • মাথা ও শরীর ব্যথা • পেট ব্যথা

কত দিন অসুখ থাকে একবার আক্রান্ত হলে এ অসুখ এক থেকে ১০ দিন পর্যন্ত থাকতে পারে। যা করতে হবে • বাইরের খোলা খাবার ও কেটে রাখা ফল খাওয়া যাবে না। • রান্না করার আগে ও শিশুদের খাওয়ানোর আগে হাত ভালোমতো সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। • ডায়ারিয়া ও বমির সময় শিশুকে সাবধানতার সঙ্গে (খাদ্যদ্রব্যের সঙ্গে যেমন জীবাণুর সংক্রমণ না ঘটে) খাওয়াতে হবে। • অবশ্যই বিশুদ্ধ পানি বা ফুটানো পানি পান করতে হবে।

টিকা রোটা ভাইরাসের প্রতিরোধক ভ্যাকসিন পাওয়া যায় যা শিশুদের দেয়া হয়। নিজ উদ্যোগে এ টিকা নিতে হয়। সরকারিভাবে এখনো দেয়ার ব্যবস্থা হয়নি।

চিকিৎসা সবক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়াটাই যুক্তিযুক্ত। তবে বাড়িতে প্রাথমিক চিকিৎসা হিসেবে পানিশূন্যতা রোধ করাটাই বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের ক্ষেত্রে।


চর্মরোগ ঋতু পরির্তনের এ সময়ে চামড়ায় বেশ কিছু রোগ দেখা দেয়। এর অনেকটাই ঋতু পরিবর্তিত হয়ে গেলে ঠিক হয়ে যায় আপনাআপনি। তবে কিছু রোগের চিকিৎসা না করালে অনেক দিন ভোগাতে পারে।

চর্মরোগ কেন হয় • এ সময় বাতাস শুষক থাকায় ত্বকে পানিশূন্যতা দেখা দেয় এবং আর্দ্রতার অভাবে ত্বক রুক্ষ হয়ে যায়। এতে চুরকানি বেড়ে যায়। চুলকানোর সময় নখের আঁচড়ের সঙ্গে জীবাণু চামড়ার ভেতরে ঢুকে পড়ে। • অনেকেই শীতকালের অভ্যাস হিসেবে গরম পানি দিয়ে গোসল করা অব্যাহত রাখে। গরম পানি ত্বক নরম করে দেয়, ফলে ত্বকে ফাংগাল ও অন্যান্য জীবাণু সহজেই অনুপ্রবেশ করতে থাকে। এতে শরীরের বিভিন্ন স্থানে ফাংগাল ইনফেকশন দেখা দেয়। • রোদের তীব্রতার কারণে শরীর ঘেমে যায় এবং এই ঘাম জমে চর্মরোগ হয়। • এ সময় ধুলা ও বাতাসে ভাসমান ফুলের রেণুর প্রভাবে ত্বকের সেবাম নিঃসরণ বেড়ে যায়, যা জমে গিয়ে চর্মরোগ হয়। • আগের সোরিওসিস একজিমা বা স্ক্যাবিসের মতো চর্মরোগ এ সময় বেড়ে যায়। • মাথার স্ক্যাল শুষক হয়ে এ সময় খুশকি হতে দেখা যায়। করণীয় • পানি ও অন্যান্য তরল বেশি পান করতে হবে। • ভিটামিন নিযুক্ত ফল যেমন- লেবু, কমলা ইত্যাদি খেতে হবে। • গরম পানি দিয়ে গোসল করলে সাবান ব্যবহার করতে হবে। • গোসলের পর ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। • পরিবারের কারো চুলকানি থাকলে তাকে ধরার পর সাবান দিয়ে হাত ধুতে হবে। তাদের সঙ্গে গামছা বা তোয়ালে ভাগাভাগি করে ব্যবহার করবেন না। • অন্তর্বাস পরিষকার-পরিচ্ছন্ন রাখতে হবে। • যে কোনো ধরনের চর্মরোগ হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরো কিছু অসুখ এ সময় হয় যেমন- • কনজাংটিভাইটিস ও চোখ লাল হয়ে যাওয়া • অ্যানকেফালাইটিস • জন্ডিস • ডিপ্রেসিভ ইলনেস

লেখকঃ

প্রফেসর ডাঃ এ কে এম মোশাররফ হোসেন

সূত্রঃ emedicalpoint.com

  • Twitter Social Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • LinkedIn Social Icon
Follow
"SAREGAMA JUST IN"

  জনপ্রিয় সংবাদ সা রে গা মা

বাংলা গান সা রে গা মা

Print  / Press Ctrl+P
Saregama Bangla

Sa Re Ga Ma News Archive

Write Yours Comments. 

RSS Feed

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited Privacy. 

bottom of page