বাংলা গানকে ছড়িয়ে দিতে চাই দেশের জন্য মানুষের জন্য বলেন হাসান মতিউর রহমান..।
বাংলা সঙ্গীত ভুবনকে প্রসারিত করার প্রত্যয় নিয়ে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ২৩ এপ্রিল শুরু হবে সঙ্গীত মেলা। ৮ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন শিল্পী মমতাজ বেগম (এমপি)।
সম্মিলিত সঙ্গীতশিল্পী সোসাইটি আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়।
ক্যাফে থার্টি থ্রি’তে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কথা বলেন, বিবিসি বাংলা থেকে অবসর নেওয়া সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, আয়োজক সংগঠন সম্মিলিত সঙ্গীতশিল্পী সোসাইটির সভাপতি আশরাফ উদাশ, আহ্বায়ক হাসান মতিউর রহমান, নজরুল সঙ্গীতশিল্পী খালিদ হোসেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মুহমদ, এল আর বি খ্যাত আইয়ুম বাচ্চু, গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ প্রমুখ।
ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘সঙ্গীত মানুষের জীবনের অংশ। সঙ্গীত ছাড়া আমাদের এক দিনও চলে না। সুখে দুখে সঙ্গীতই আমাদের বিশ্বস্ততার সঙ্গী। এ গানের ব্যাপকতার জন্য শুধু দেশের বাজার ভাবলে হবে না আন্তর্জাতিক দিকটিও বিবেচনা করতে হবে। কারণ বহু দেশে প্রবাসী বাঙালি রয়েছে।’
আশরাফ উদাস বলেন, ‘গানের সঙ্গে সম্পৃক্ত সকল মানুষের কথা বিবেচনা করে আমরা এ সংগঠনটি করেছি। প্রত্যাশ করছি সকলের সহায়তার মধ্যে দিয়ে সফল হবো।’
হাসান মতিউর রহমান বলেন, ‘বাংলা গানকে ছড়িয়ে দিতে চাই দেশের জন্য মানুষের জন্য। আমার বিশ্বাস সম্মিলিত সঙ্গীত সোসাইটি হবে বড় এবং বিশ্বস্ত প্লাটফর্ম।’
সঙ্গীত মেলা প্রতিদিন বিকেল ৫টা থেকে চলবে রাত ৮টা পর্যন্ত। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।