top of page

বৈশাখে গানের খবরা খবর।


বহতা নদীর মতো সময় পেরিয়ে আবারও নতুন একটি বছরের পথচলা শুরু হলো। নানা আয়োজনে বাঙালী জাতি পুরনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নিল নতুন বছরকে। বাঙালীর অন্যতম উৎসব পহেলা বৈশাখ। এ উৎসবকে ঘিরে গান প্রেমিকদের হাতে দেশের নবীন-প্রবীণ শিল্পীরা তুলে দেন নতুন নতুন এ্যালবাম। এর কোনটি মিক্সড আবার কোনটি একক। পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে আসা বিভিন্ন এ্যালবামের খবরাখবর নিয়ে এ প্রতিবেদন।


লেজার ভিশন : এবার বৈশাখকে সামনে রেখে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন প্রকাশ করেছে ঐশীর দ্বিতীয় একক অডিও এ্যালবাম বেলাল খান ফিচারিং ‘মায়া’। কণ্ঠ শিল্পী শিমুল খানের তৃতীয় অডিও এ্যালবাম ‘যাদু জানে’। দীর্ঘ বিরতির পর ডিফরেন্ট টাচ ব্যান্ডের ভোকালিস্ট মেসবা রহমানের একক অডিও এ্যালবাম ‘তোমার জন্য’। লোকগানের দল নকশীকাঁথার এ্যালবাম ‘নকশীকাঁথার গান’। নকশীকাঁথা ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী কণ্ঠে মোট ৭টি গান রয়েছে এতে। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও ডলি সায়ন্তনীর দ্বৈত এ্যালবাম ‘প্রজেক্ট ডলি সায়ন্তনী’। এ্যালবামের গানের কথা ও সুর করেছেন প্রীতম। লালন তাত্ত্বিক গানের অডিও এ্যালবাম ‘আলেক বাজি’। এসেছে মিক্সড অডিও এ্যালবাম ‘বকুল চাঁপা’। এতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, সজীব দাস, নির্ঝর, হৃদয় হাসান, শশী, রিয়াজ লিটন, অবন্তী সিঁথি, কদর, অয়ন চাকলাদার, ওয়ালিদ, মৌটুসী, অরিন, রনি ও দিলরুবা কামাল। এসেছে মিক্সড অডিও এ্যালবাম ‘জেড এইচ বাবু ফিচারিং স্বর্ণগুটি’। কণ্ঠশিল্পী মকবুল হোসেনের গাওয়া রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম ‘মিলন মেলা’ এবং হাসিনা মমতাজের ‘মন যেন এক সোনার পাখি’।


সিডি চয়েস : পাঁচটি এ্যালবাম ও ছয়টি মিউজিক ভিডিও প্রকাশ করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। এর মধ্যে অন্যতম ফোকসম্রাজ্ঞী মমতাজের একক এ্যালবাম ‘জলের আয়না’। অন্য এ্যালবামগুলো হলো তারেক আনন্দের কথায় ‘আনন্দের গান-৩’। এতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কাজী শুভ ও ইলিয়াস হোসাইন। শহীদ খানের কথায় মিক্সড এ্যালবাম ‘পরবাসী’। এসএম শাহীনের কথায় বৈশাখী মিক্সড এ্যালবাম ‘কিশোরী’। অনিক সাহানের সঙ্গীতে এ্যালবাম ‘মিষ্টি আলো’। ৮টি গান আছে এতে।


জি সিরিজ : বৈশাখকে ঘিরে জিরিজি প্রকাশ করেছে ত্রিশের অধিক এ্যালবাম। এর মধ্যে আছে-মিক্সড এ্যালবাম ‘এক চিলতে আকাশ’। মাসুদ আহমেদের কথায় এফএ সুমনের একক এ্যালবাম ‘বধুয়া’, মিক্সড এ্যালবাম ‘সাধের নাগর’, কণ্ঠশিল্পী কুমকুমের একক ‘আমার আমি’, আরিফ রানার একক ‘ভাবনা’, জাহিদ সাঁইয়ের কথা, সুর ও কণ্ঠে একক এ্যালবাম ‘নিশ্বাসের বর্ণমালা’, ইভানের কথা সুর ও কণ্ঠে একক এ্যালবাম ‘অন্তরে বাংলাদেশ’, শেখ মহসিনের একক এ্যালবাম ‘ময়না’, সঞ্জয় শীলের ফিচারিং মিক্সট এ্যালবাম ‘জীবন ঘড়ি’, কণ্ঠশিল্পী সীমান্তের একক এ্যালবাম ‘রঙধনু মন’, শতাব্দি ভবের কথা সুর ও কণ্ঠে ভবর একক এ্যালবাম ‘আমি যদি ভব হতাম’ প্রভৃতি।


গানচিল : মালার ‘দে দে পাল তুলে দে’, রাজীবের সঙ্গীতে রিদওয়ানা আফরিনের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘আমার হিয়ার মাঝে’, শানের সঙ্গীতে সিলভিয়া নিগারের গাওয়া নজরুলসঙ্গীত ‘নদীর নাম সই অঞ্জনা’, অমিত করের ফোক মিক্সড ‘মন কান্দে প্রাণ কান্দে’, মেহেদী হাসানের ‘আয় না ফিরে’, সজীবের ‘মনপ্রাণ’, আরিকের ‘মন ময়না রে’, আকাশের ‘তুমি বিনে’ এবং আরিফের ‘মনে মনে’। এ ছাড়াও রয়েছে নতুন গানের মিউজিক ভিডিও। এর মধ্যে উল্লেখযোগ্য কাজী শুভর ‘ও জীবন রে’, শোয়েবের ‘আকাশ দেখো’, লুৎফর হাসানের ‘আমি ভাবছিলাম’ প্রভৃতি। এছাড়া লুৎফর হাসানের পঞ্চম একক এ্যালবাম ‘বন্ধু তোমার ছুটি মেলে না’ বাজারে এসেছে।


সিএমভি : কিশোরের সুরে তারকাবহুল আধুনিক গানের মিশ্র এ্যালবাম ‘তোলপাড়’, রক-সুফি তারকা পারভেজের নতুন একক ‘পাগল’, জয় শাহরিয়ারের কণ্ঠ ও সুরে তাহসান-বাপ্পার মেলো রক এ্যালবাম ‘বলছি শোন’, সুমন কল্যাণের সুর-সঙ্গীতে কাজী শুভ ও রিংকুর ফোক এক্সক্লুসিভ ‘পাপ পুণ্য’, হৃদয় খান ফিচারিং সোহেল মেহেদীর রোমান্টিক একক ‘কথা দাও’, আট শিল্পীর রকমারি গানের এ্যালবাম ‘প্রেম দিওয়ানা’।


ঈগল : এফ এ সুমন ও কাজী শুভ’র দ্বৈত এ্যালবাম ‘তোকে ছাড়া রাত’। ফয়সাল রাব্বিকীনের কথায় দ্বৈত এ এ্যালবামটিতে তিনটি করে মোট ছয়টি গান গেয়েছেন এফ এ সুমন ও কাজী শুভ। সবগুলো গানই তাদের একক কণ্ঠের। এর মধ্যে এফ এ সুমনই তার গানগুলোর সুর ও সঙ্গীত করেছেন। আর কাজী শুভর গানগুলোর সুর করেছেন তিনি নিজে। সঙ্গীতায়োজনে ছিলেন রাফি মোহাম্মদ।


সুরঞ্জলি : পহেলা বৈশাখে সুরঞ্জলির ব্যানারে বাজারে আসছে মিক্সড এ্যালবাম ‘তোরে ছাড়া একলা লাগে’। এ্যালবামে গান থাকছে মোট আটটি। সব গানের কথা লিখেছেন সজীব শাহরিয়ার, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। এ এ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কাজী শুভ, কিশোর, পুলক, লিজা, নদী ও ঐশী। এছাড়া আরজে নয়নের দ্বিতীয় এ্যালবাম ‘অন্তপৃষ্ঠা’। এ্যালবামটি বাজারে এসেছে। এ্যালবামে রয়েছে মোট সাতটি গীতি কবিতার সুর। কথানির্ভর এই সুরগুলো তৈরি করেছেন নয়ন রাজা। সঙ্গীতায়োজন করেছেন তরুণ কম্পোজার আতিক। প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শেখ মিলনের একক এ্যালবাম ‘আমার মাঝে তুমি’। এ্যালবামে মোট ৮টি গান গেয়েছেন শিল্পী মিলন। এর মধ্যে ৭টি গানের গীতিকার ও সুরকার শিল্পী মিলন নিজে। একটি গান লিখেছেন লালন লোহানী এবং সুর করেছেন নাজির মাহমুদ। এ্যালবামের সঙ্গীত পরিচালনায় শেখ মিলন ও মুশফিক লিটু। এ্যালবামের গানগুলোতে শিল্পী শেখ মিলনের সহশিল্পী ছিলেন নাজু আখন্দ, সোমা হক, ঝর্ণা রহমান ও বাঁধন।


‘মিডিয়া প্লান্ট : মিডিয়া প্লান্ট বৈশাখে বাজারে নিয়ে এসেছে আবৃত্তি ও সঙ্গীত প্রেমীদের জন্য ‘হৃদয়ের গভীরে’, ‘তোমার আমার ভালবাসা’, ‘আমি সেই আমি’ ও ‘আলাপন’। এর মধ্যে ‘হৃদয়ের গভীরে’ এ্যালবামে রয়েছে মোট ১২টি গান। এতে কণ্ঠ দিয়েছেন আনিকা রিদমী, শর্মিষ্ঠা রায়, অন্তরা, সেতু ও অমি মুহিত। গানগুলো লিখেছেন- লুৎফর হাসান, বিজয় কৃষ্ণ পাল, সাজেদুল হক, তাহমিনা রুমকি, বালার্ক, রবিউল ইসলাম রবি ও সুমন রায়হান। সঙ্গীতায়োজনে-অমি মুহিত। ‘তোমার আমার ভালবাসা’ এ্যালবামে রয়েছে মোট ১১টি গান। গানগুলো লেখা ও সুর-আলী আসরাফ রুনু। সঙ্গীতায়োজনে- ওয়াহেদ শাহিন। ‘আমি সেই আমি এ্যালবামে রয়েছে ২১টি কবিতার আবৃত্তি। এতে কণ্ঠ দিয়েছেন- শরীফ মজুমদার। সঙ্গীতায়োজনে- জাহিদ বাসার পঙ্কজ।

‘আলাপন’ এ্যালবামে রয়েছে ১৭টি কবিতার আবৃত্তি। কবি- সাবরিনা সিরাজী তিতির। কণ্ঠ দিয়েছেন-শ্রাবণী দাশগুপ্তা, রাবেয়া সুলতান, পলি ঘোষ, মৌরি সাহা, মৌসুমি চক্রবর্তী, সাবরিনা সিরাজী তিতির, হোসনে আরা তারিন, আফরোজা জাহান ঝুমুর, জোনাকি মজুমদার, শারমিন ও মাসুম আজিজুল বাসার। সঙ্গীতায়োজনে- জাহিদ বাসার পঙ্কজ।


প্রতিবেদনটি লিখেছেন : গৌতম পাণ্ডে ।

  • Twitter Social Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • LinkedIn Social Icon
Follow
"SAREGAMA JUST IN"

  জনপ্রিয় সংবাদ সা রে গা মা

বাংলা গান সা রে গা মা

Print  / Press Ctrl+P
Saregama Bangla

Sa Re Ga Ma News Archive

Write Yours Comments. 

RSS Feed

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited Privacy. 

bottom of page