top of page

বাংলাদেশে প্রথম এবং সর্ববৃহৎ অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্ক জিঅ্যান্ডআর(G&R)।


দেশে থ্রিজি চালু হওয়ার পর থেকেই ইন্টারনেট ব্যবহারের প্রসার বেড়েছে। ২০১৪ সালের শেষ নাগাদ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তিন কোটি ৫০ লাখ থেকে বেড়ে দাঁড়ায় প্রায় চার কোটি ৪০ লাখ। শুধু ২০১৫ সালেই ইন্টারনেটে যোগ দিয়েছেন আরো প্রায় এক কোটি ব্যবহারকারী। বর্তমানে বাংলাদেশের ৫ কোটি ৪০ লাখ ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় ৯৬ শতাংশই মোবাইল ফোন থেকে ব্যবহার করেন যাদের মধ্যে প্রায় এক কোটি স্মার্টফোন ব্যবহারকারী। এজ-এর উপাত্তের দিকে তাকালেও আমরা একই চিত্র দেখতে পারি। ২০১৫ সালে আমাদের মোবাইল থেকে বিজ্ঞাপন অনুরোধ ডেস্কটপকে ছাড়িয়ে গেছে।

জিঅ্যান্ডআর বাংলাদেশে প্রথম এবং সর্ববৃহৎ অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে ৪৫০০+ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ রয়েছে। এই শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে যেকোনো বিজ্ঞাপনদাতা খুব সহজেই প্রতিদিন প্রায় দুই কোটি বাংলাদেশী ইন্টারনেট ব্যবহারকারীর কাছে পৌঁছে যাচ্ছে।

মোবাইল ফোন সবসময়ই জিঅ্যান্ডআরের চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে ছিল। মোবাইলের জন্য জিঅ্যান্ডআর সুনির্দিষ্ট মোবাইলের মডেল বা নেটওয়ার্কে বিজ্ঞাপন পৌঁছানোর মতা আছে অনেক দিন ধরেই। সম্প্রতি জিঅ্যান্ডআর তাদের মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ককে আরো শক্তিশালী করেছে। এর ফলে বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপন এজেন্সিদের জন্য অনলাইনে সঠিক ব্যবহারকারীর কাছে সঠিক বিজ্ঞাপন পৌঁছে দেয়া আরো সহজ হয়েছে। জিঅ্যান্ডআরের মোবাইল বিজ্ঞাপন কেন ব্যবহার করবেন?

আপনার ব্যবসায়ের কোনো ওয়েবসাইট অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি থাকুক বা না থাকুক, জিঅ্যান্ডআরের মোবাইল বিজ্ঞাপন ব্যবহার করে খুব সহজেই আপনি নতুন ক্রেতাদের কাছে পৌঁছে যেতে পারেন। জিঅ্যান্ডআর বিজ্ঞাপনে কিক করার মাধ্যমে ব্যবহারকারী কোনো ঝামেলা ছাড়াই সরাসরি আপনার নির্ধারিত নম্বরে কল করতে পারবেন। শুধু বিজ্ঞাপনে কিক করার মাধ্যমে ব্যবহারকারী কোনো নির্ধারিত নম্বরে এসএমএস বা ইউএসএসডি নম্বরে ডায়াল করতে সমর্থ হবে। কিক টু ই-মেইল ব্যবহারকারী কোনো নির্ধারিত ই-মেইল ঠিকানায় মেইল পাঠাতে পারবে কেবল মোবাইল বিজ্ঞাপনে একটি ক্লিক করার মাধ্যমেই।

বিজ্ঞাপনের ধরন মোবাইল ওয়েবসাইট এবং অ্যাপের জন্য জিঅ্যান্ডআরের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন রয়েছে। গতানুগতিক ব্যানার বিজ্ঞাপনের পাশাপাশি মোবাইল অ্যাপের জন্য আছে নেটিভ বিজ্ঞাপন। নেটিভ বিজ্ঞাপনগুলো মোবাইল অ্যাপের অন্য সব বিষয়ের সাথে মিশে থাকে। এ ছাড়া মোবাইল অ্যাপের দুইটি স্ক্রিনের মাঝে পূর্ণ স্ক্রিন জুড়ে আসে ইন্টারস্টিশিয়াল বিজ্ঞাপন। ব্যবহারকারীদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এটি অত্যন্ত কার্যকরী মাধ্যম। তা ছাড়া ব্যবহারকারীদের বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্য মোবাইল ফোন উপযোগী ওয়েবসাইটে থাকছে স্টিকি বিজ্ঞাপন ব্যবস্থা, যা পাবলিশারের ওয়েবসাইটের নিচে বা ওপরে সবসময় স্থির হয়ে থাকবে।

জিঅ্যান্ডআরের উপাত্ত অনুযায়ী স্টিকি বিজ্ঞাপন গতানুগতিক বিজ্ঞাপনগুলোর থেকে ৬০ ভাগ অধিক কার্যকর। এই বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে আপনার পণ্য বা ব্যবসা সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য এক্সপ্যান্ডেবল বিজ্ঞাপনের কোনো তুলনা হয় না।

এ ছাড়া জিঅ্যান্ডআর App Install Tracker (SDK) ব্যবহার করে আপনার মোবাইল অ্যাপের ডাউনলোড সংখ্যা বাড়ানো এবং তা পর্যবেণ করা সম্ভব।

সুনির্দিষ্ট ব্যবহারকারী নির্ধারণ জিঅ্যান্ডআরঅসাধারণ প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞাপনদাতারা নিম্নোক্ত বিষয়গুলো সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে যেকোনো নির্দিষ্ট শহর, বাংলাদেশের ভেতর বা বাইরে, যেকোনো মোবাইল ফোন নেটওয়ার্ক (রবি, গ্রামীণফোন প্রভৃতি), যেকোনো মোবাইল মডেল (স্যামসাং গ্যালাক্সি এস৫, আইফোন ৬ প্রভৃতি), অপারেটিং সিস্টেম (এন্ড্রয়েড, উইন্ডোজ ৭ প্রভৃতি) অথবা ব্রাউজার (ক্রোম, ইউসি ব্রাউজার প্রভৃতি)।

  • Twitter Social Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • LinkedIn Social Icon
Follow
"SAREGAMA JUST IN"

  জনপ্রিয় সংবাদ সা রে গা মা

বাংলা গান সা রে গা মা

Print  / Press Ctrl+P
Saregama Bangla

Sa Re Ga Ma News Archive

Write Yours Comments. 

RSS Feed

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited Privacy. 

bottom of page