নির্মাতা চন্দন চৌধুরী আত্নপক্ষ সমর্থন করলেন এভাবে..।
‘গানের কথা ও সুরে যেহেতু কোন সমস্যা নেই তাই আমি এইসব নিয়ে একদমই মাথা ঘামাচ্ছি না। আমার ভক্তরা ভিডিওটি গ্রহণ করেছে এটাই হচ্ছে শেষ কথা। ভক্তদের জন্যই আমি। এর বাইরে কে কি বলল তা আমলে নিতে চাই না।‘
ভিডিও নির্মাতা চন্দন চৌধুরী বলেন, ‘বিষয়টি নিয়ে যদি সমালোচনা হয়েই থাকে তবে আমি বলবো আমি পেরেছি ভালো কিছু নির্মাণ করতে। যা নিয়ে আলোচনা হওয়ার মতো কিছু আছে অনেকে তা নিয়েই সমালোচনা করতে ভালোবাসে। হ্যাঁ, আমি ভিডিওর একটি অংশ রাশিয়ান ঐ ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছি। দিনশেষে আমি এটা দেখাতেও পেরেছি যে তারা যেটা বানাতে পারে তা আমরাও পারি। বাংলাদেশের অনেক মিউজিক ভিডিওই, নাটক, টিভিসি, সিনেমা তো হুবহু নকল হয়ে থাকে। আর এখানে মাত্র একটি অংশ ফলো করা হয়েছে। আমি বিষয়টি নিয়ে ভাবছি না। হাতে আরও অনেক কাজ জমে আছে। সেসব নিয়েই এখন চিন্তা আমার।
বর্তমান সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। চ্যানেল আই সেরা কণ্ঠের প্লাটফর্ম থেকে আসা এই প্রতিভাবান শিল্পী গায়কী দিয়ে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সঙ্গীত জগতে। কিন্তু গায়কীতে প্রশংসিত হলেও নিজের গানের ভিডিও নিয়ে এবার তীব্র সমালোচনার শিকার হলেন এই গায়ক ও সঙ্গীত পরিচালক।