ভুমিকম্পের এক বছর পর প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন একুশে টেলিভিশন এর জনপ্রিয় প্রোগ্রাম উপস্থাপিকা জুলিয়া
- এখন আমার একটি প্রশ্ন
- Apr 30, 2016
- 2 min read

Program Presenter at Ekushey Television
and Teacher at Aga Khan School, Dhaka
এই ভিডিওটি নিয়ে লিখব লিখব করেও লিখা হয়ে উঠেনি। আজ একটু অবসর পেয়েছি তাই এই ভিডিও প্রসংগে কিছু কথা বিস্তারিত বলার প্রয়োজন বোধ করছি।
সবাই এই ভিডিও দেখেছেন এবং শতকরা ৯০ ভাগই ইতিবাচক মন্তব্য করেছেন। বাকি অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। সবার মন্তব্যই আমি পড়েছি এবং এই বিষয়ে আমিও একমত পোষণ করি যে আমার চোখে মুখে আতংকের ছাপ স্পষ্টতর ও আমার কাছে এটা বিব্রতকর হলেও দর্শক দের কাছে তা হাস্যকর। শুধু Facebook এই নয়, মুখের উপরেও অনেকে অনেক মন্তব্য করতে ছাড়েননি। তাদের মধ্যে আমার পরিচিত জনেরাই বেশী। এমনকি আমি দৌড় না দিয়ে বসে থেকেছি বলেও অনেকে এটাকে আমার মুর্খামি মনে করেছেন।
যারা সেই মুহুর্তে খুব সাহসিকতা দেখিয়ে ছুটাছুটি করেছেন তাদের অবগতির জন্য বলছি,
১) ভুমিকম্পের সময় প্রথমে মাথা ঠান্ডা রেখে করনীয় ঠিক করা উচিত,
২) নিরুদ্দেশ ছুটাছুটি না করে ঘরের কোন একটা পিলার এর পাশে দাঁড়ানো বা টেবিল/ আলমারি জাতীয় আসবাবপত্র এর পাশে গুটিসুটি মেরে শুয়ে পরা উচিৎ।
এখন আমি আত্নপক্ষ সমর্থন করব।
১) হ্যা, আমি নিশ্চয়ই সেদিন ভয় পেয়েছিলাম। তবে আমি ১০ তলায় বসে আছি, সেটা ভেংগে পড়বে বা আমার মাথার উপর ঝুলন্ত ৮/১০ টা ভারী স্টুডিও লাইট ছিঁড়ে পড়বে সেই ভয়ে নয়। কিংবা আমার সামনে থেকে, মানে ক্যামেরার ওপাশ থেকে আর pcr থেকে সবাই চলে গেছে বলেও নয়। আমি ভয় পেয়েছিলাম আমার সব কাছের, প্রানের মানুষজন কে কি করছে সেটা ভেবে। তাছাড়া আমি এটাও জানি যে ভুমিকম্পের তীব্রতা বেশী হলে ১০ তলা থেকে সিঁড়ি দিয়ে নেমে নিরাপদ দুরত্বে যাবার আগেই সব শেষ হয়ে যাবে। তাই ছুটে যাওয়াটাকে আমার অযৌক্তিক মনে হয়েছে।
২) আমার চেহারায় শুধু আতংকই ছিলনা, ছিল বিরক্তি এবং রাগও। কারন সবাই ভুমিকম্প টের পেলেও আমার অনুষ্ঠান প্রযোজক রনি ভাই শুরুতে বুঝতেই পারেননি যে ভুমিকম্প হচ্ছে। আমার অতিথি কথা বলতে অস্বীকৃতি প্রকাশ করা সত্বেও আমাকে রনি ভাই বলছিলেন অনুষ্ঠান চালিয়ে যেতে। কিন্তু আমি এতটা অভিজ্ঞ নই যে জানব আমার অতিথি চলে যাচ্ছে আর আমি একা কিভাবে অনুষ্ঠান চালিয়ে যাব। শেষে কিভাবে অনুষ্ঠান শেষ করেছি তা তো সবাই দেখেছেন। তাই, আতংক, বিরক্তি আর রাগ মাখা আমার চেহারা অনেকের কাছেই বেশ কিছুদিন হাসির খোরাকী জুগিয়েছে।
এখন আমার একটি প্রশ্ন, আমার ভীত মুখ দেখে যারা খুব মজা নিয়েছেন তারা নিজেরা ঠিক তেমন পরিস্থিতিতে নিজেদের চেহারার অভিব্যক্তি কি ক্যামেরায় ধারন করে দেখেছেন, "কেমন দেখায় আপনাদের?"
সেদিন সেই ভয়াবহ ভুমিকম্পে নেপালে অসংখ্য প্রাণ ঝরে গিয়েছে, গৃহহারা হয়েছে অগণিত মানুষ । আজ তার এক বছর হল। আসুন আমরা সেইসব হতভাগ্যদের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করি, মানুষের কাজের গঠনমূলক সমালোচনা করি এবং ভুমিকম্পে আমাদের করনীয় সম্পর্কে অবগত হই।
julia Islam এর ফেইসবুক পাতা থেকে।