জীবন ঘড়ি, ভাবনা, ও অনুশোচনা শিরোনামের তিনটি আসাধারন মিউজিক ভিডিও প্রকাশ করছে, জি-সিরিজের অঙ্গপ্রতিষ্
প্রকাশিত অ্যালবাম এর নাম “ভাবনা” (আরিফ রানা) ও “আমার আমি” (কুমকুম) ।
এ প্রসঙ্গে আরিফ রানা বলেন, ‘অনেকের অনেক সহযোগিতা পেয়েছি বলেই খুব অল্প সময়ে অ্যালবাম প্রকাশ করা সম্ভব হলো। এ ব্যাপারে আমি সবার কাছে কৃতজ্ঞ। ‘আমি মনে করি আমরা যারা বিদেশে থাকি তারা একেক জন বাংলাদেশের এ্যাম্বাসেডর হয়ে কাজ করছে। নিজের দায়িত্ববোধ থেকে যে যেটা পারে সেটাই তুলে ধরা উচিত। আমি গানের সাথে বাংলাদেশে থাকার সময় থেকেই জড়িত। তাই এটাকে নিয়েই এগিয়ে যেতে চাই। এই তাগিদে আমি চাই বিদেশীরাও বাংলা গান শুনুক।’
সবাইকে গানগুলো শোনা ও মিউজিক ভিডিও উপভোগ করার আমন্ত্রণ রইল ।
আরিফ রানা জানালেন, বিশেষ কারণে আগে ভাগেই প্যারিসে ফিরে গেছেন কুমকুম।
আগামী ৩রা মে ২০১৬ তিনিও পাড়ি জমাবেন ফ্রান্সে।
আগের পোষ্ট দেখুন :