"পার্থ বড়ুয়া" বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে একটি উজ্জল নক্ষত্রের নাম।
Partha Barua performing in San Jose, California, USA in an event organized by Bay Area Bangladesh Associatoin
অনেক জনপ্রিয় গানের শিল্পী পার্থ বড়ুয়া একাধারে শিল্পী, কম্পোজার, এবং অভিনেতাও ।
চট্টগ্রামে জন্ম নেয়া পার্থ মিউজিক শুরু করেন অনেক ছোট থেকেই ।
পার্থ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব ও শিক্ষাজীবন কাটে। তার মা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব অল্প বয়সেই পার্থ সঙ্গীত চর্চা শুরু করেন। তিনি নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রত্যক্ষভাবে গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন
আশির দশকে চট্টগ্রামে 'মেসেজ' নামে একটি গানের দলের সাথে যুক্ত ছিলেন। গায়ক হিসেবে সোলসের সাথে তার প্রথম গানের অ্যালবাম প্রকাশ পায় ১৯৮৯ সালে। ব্যান্ডের এ্যালবামের সাথে সাথে অনেক মিক্সড এ্যালবামেও গান গেয়েছেন।
দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান, গানের সাথে সাথে অভিনয় টাও চালিয়ে যাচ্ছেন সমান ভাবে ।
অনেক নাটক, টেলিফিল্মের অভিনয়ের পাশাপাশি তিনি আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয় করেন।
অনেক গুনের অধিকারী এই জনপ্রিয় শিল্পীর আজ জন্মদিন ।
সারেগামা বাংলার পক্ষ থেকে এই জনপ্রিয় শিল্পী কে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ...