মা দিবসে,প্রয়াত দেশবরেন্য সুরস্রষ্টা প্রনব ঘোষ এর সুরে শেষগানটি গাইলেন মারিয়া।
প্রয়াত দেশবরেন্য সুরস্রষ্টা প্রনব ঘোষ এর সুরে হারানো সুর শিরোনামের শেষ গানটি করলেন মারিয়া। গানটিতে অবশ্য প্রনব ঘোষ নিজেই কন্ঠ দিয়েছিলেন আজ থেকে ১৭ বছর আগে, অসম্ভব আবেগ আর দরদ মাখা গানটি গাইতে গাইতে অশ্রুশিক্ত চোখে দাদা (প্রয়াত প্রনব ঘোষ) বলতেন আমি জীবনে আনেক গান করেছি ফ্লিমে, তবে নুর হোসেন হীরার এই গানটা গাইতে গেলে কেন যেন মনে হয়, আমি আর আমার গানের মধ্যে নেই, মায়ের কথা মনে পরে যায়, সেই ছোটবেলায় মাকে হারিয়েছি মা আমাকে খুব কাঁদায়.. বলতে বলতে ভিজে গিয়েছিল তার দুচোঁখ। গানটি প্রয়াত প্রনব ঘোষ রেকর্ড করেছিলেন তার সুরের একটি মিক্স এ্যালবামে, যা ১৯৯৯ইং সালে সাউন্টেক থেকে প্রকাশিত হয়। এ্যালবামটির শিরোনাম ছিল “তোমার জন্য শুধু কেঁদেছি” এ্যালবাম এর সবগুলো গানই অসম্ভাব জনপ্রিয়তা পায়।
মায়ের জন্য চোখের জল ফেলেনি এমন সন্তান বোধ হয় একটিও খুজে পাওয়া যাবে না।
নারীর টানে মায়ের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা কতইনা অশ্রু সিক্ত নয়নে মায়ের সৃতি চারন করি। আজ যাদের মা বেচে আছেন তারা কি পারছেন মাকে যথাযোগ্য সন্মান এর আসনে ভুষিত করতে। বাবা মা হাজার কষ্টে থাকলেও সন্তানকে কখনোই তাদের কষ্টের কথা বুঝতে দেন না। হাজার কষ্ট মাথায় নিয়ে সন্তানকে বলেন বাবা তুমি কেমন আছ, কি খেয়েছ ,তোমার শরীর কেমন আছে, পৃথীবিতে এমন দরদী একমাত্র সন্তান এর জন্য মা বাবা ই আছেন। মা বাবার জায়গা শুধুমাত্র সন্তানের অন্তরের অন্ত:স্থলে হওয়া উচিৎ বৃদ্ধাশ্রমে নয়। এ কথাটাই মা ও বাবা দিবসের একমাত্র স্লোগান।।.
হারানো সুর গানটির ভিডিও লিঙ্ক :