রাবীন্দ্রীক সাজে বাপ্পা মজুমদার ও লাক্স সুন্দরী প্রসূন আজাদ।
জানালার গ্লাসে এক জোড়া চোখ,,
রাতভর কথা হয় বালিশে….
অভিমান নিয়ে থেকে লাভ কি
আয়নাটা ভাড়ি হয় নালিশে….
‘জানালার গ্লাস’ গানটির মিউজিক ভিডিও-
জনপ্রিয় সংগীত তারকা বাপ্পা মজুমদারের গাওয়া ‘জানালার গ্লাস’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে গত রবিবার (৮ মে ২০১৬)। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই ভিডিওটিতে বাপ্পার সঙ্গে মডেল হিসেবে আছেন লাক্স সুন্দরী প্রসূন।
এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন,
‘শ্রোতাদের ভিন্ন কিছু উপহার দিতেই খানিকটা ব্যতিক্রম আয়োজনে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। প্রমো দেখে সবাই প্রশংসা করেছিলেন। আশা করছি পুরো ভিডিওটিও তাদের মন ছুঁয়ে যাবে।’
অন্যদিকে প্রসূন বলেন,
‘অনেক দিন পর কোনো মিউজিক ভিডিওতে কাজ করলাম। আর বাপ্পা মজুমদারের গান আমার অনেক পছন্দের। আশা করছি দর্শকরা আমাদের একটু নতুন ভাবে দেখতে পাবে এই মিউজিক ভিডিওর মধ্য দিয়ে।’
ইমরান কবির হিমেলের পরিচালনায়
নির্মিত ৪ মিনিট ৫৫ সেকেন্ডের এই মিউজিক ভিডিওতে সংসার জীবনের নানা গল্প তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, ‘জানালার গ্লাস’ গানটির পূর্ণাঙ্গ মিউজিক ভিডিওতে একেবারেই রাবীন্দ্রীক সাজে হাজির হয়েছেন বাপ্পা মজুমদার ও প্রসূন আজাদ।