top of page

তেজষ্ক্রিয়তার প্রভাব আর আবহাওয়ার খামখেয়ালিপনা বার বার বিধ্বস্ত করছে মার্শাল আইল্যান্ডসকে।


জাতিসংঘে মার্শাল আইল্যান্ডস সরকার এখন বার বার আবেদন জানাচ্ছে, পৃথিবীজুড়ে শুরু হওয়া পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা রোধ করার জন্য। আমেরিকার আর্থিক সহায়তায় টিকে থাকতে হচ্ছে বলে আমেরিকার বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানাতে পারেনি দ্বীপরাষ্ট্র আইল্যান্ডসের সরকার। কিন্তু মার্কিন মিত্র ব্রিটেনের বিরুদ্ধে অভিযাগ জানানো হয়েছে। ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির বিরুদ্ধেও সরব দেশটি। দু’টি পরমাণু বোমার আঘাতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধরাশায়ী হতে হয়েছিল জাপানকে।


হিরোশিমা আর নাগাসাকিতে সেই মার্কিন আঘাত এতই বিধ্বংসী ছিল যে, ঘুরে দাঁড়াতে বেশ কয়েকটা দশক লেগেছে জাপানের। সেই জাপানেরই দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগরের বুকে আর এক দ্বীপরাষ্ট্র ৬৭ বার পরমাণু বোমার আঘাত বুকে নিয়ে এখন বিশ্বের সবচেয়ে বিষাক্ত অঞ্চল হয়ে উঠেছে। অসংখ্য ছোট-বড় দ্বীপ নিয়ে গঠিত দেশ মার্শাল আইল্যান্ডসের একটি গোটা দ্বীপ মানচিত্র থেকে মুছে গিয়েছে মার্কিন হাইড্রোজেন বোমার আঘাতে। বিশ্বজুড়ে পরমাণু অস্ত্রের প্রসার রোধে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছে মার্শাল আইল্যান্ডসের সরকার।


৬৭ বার পরমাণু বোমার আঘাত! শুনতেই আশ্চর্য লাগে। কিন্তু মার্শাল আইল্যান্ডসের ইতিহাসটা সে রকমই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দখলে ছিল নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত এই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ। সেখানে জাপানের বিশাল সেনাঘাঁটি ছিল। জাপানি বাহিনী আমেরিকার পার্ল হারবার বন্দর বিধ্বস্ত করার পর জাপানের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে ওয়াশিংটন। ১৯৪৪ সালে জাপানের হাত থেকে মার্কিন বাহিনী মার্শাল আইল্যান্ডস ছিনিয়ে নেয়। তার পর মার্কিন উপনিবেশে পরিণত হয় ওই দ্বীপপুঞ্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছিল মার্শাল আইল্যান্ডসের। কিন্তু যুদ্ধ থেমে যাওয়ার পর যে আরও ভয়ঙ্কর দিন অপেক্ষায় ছিল, তা বোধ হয় দ্বীপপুঞ্জের বাসিন্দারা দুঃস্বপ্নেও ভাবেননি।


বিশ্বযুদ্ধের কয়েক বছর পর থেকে যখন রাশিয়া আর আমেরিকার মধ্যে ঠান্ডা যুদ্ধের শুরু, তখন থেকেই মার্শাল আইল্যান্ডস তার শিকারে পরিণত হয়। পরমাণু শক্তির আস্ফালন দেখাতে আমেরিকা একের পর এক শক্তিশালী পরমাণু বোমা তৈরি করা শুরু করে সে সময়। তৈরি হয় হাইড্রোজেন বোমা, যা জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে ব্যবহৃত বোমার চেয়ে সাত হাজার গুণেরও বেশি শক্তিশালী। কিন্তু বোমা তৈরি করলেই তো হল না। বোমা ফাটিয়ে বিশ্বকে দেখানো দরকার, সেটি কতটা মারাত্মক। হাইড্রোজেন বোমা ফাটানোর জন্য আমেরিকা বেছে নেয় মার্শাল আইল্যান্ডসকেই। ১৯৪৬ থেকে ১৯৫৮ সালের মধ্যে ৬৭ বার পরমাণু ও হাইড্রোজেন বোমার বিধ্বংসী মার সহ্য করতে হয় প্রশান্ত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা দ্বীপরাষ্ট্রটিকে। ১৯৫২ সালে আমেরিকা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পড় উন্মুক্ত পরমাণু বিস্ফোরণটি ঘটায়।


আমেরিকার সেই পরীক্ষামূলক হাইড্রোজেন বোমা হামলায় মার্শাল আইল্যান্ডসের একটি গোটা দ্বীপ এলুগেলাব মানচিত্র থেকে সম্পূর্ণ মুছে যায়। ১৯৫৬ সালে আমেরিকাই জানিয়ে দেয়, মার্শাল আইল্যান্ডস পৃথিবীর সবচেয়ে বিষাক্ত অঞ্চলে পরিণত হয়েছে। ১৯৫৮ সালের পর আর কোনও পরমাণু বিস্ফোরণ সেখানে ঘটানো হয়নি। কিন্তু তার আগের ১২ বছরে ৬৭টি পরমাণু বোমা হামলার শিকার হওয়া মার্শাল আইল্যান্ডসের বাতাসে, জলে এবং মাটিতে এমন ভাবে মিশে গিয়েছিল তেজষ্ক্রিয় পদার্থ যে তার প্রভাব থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি দ্বীপরাষ্ট্র। পরে মার্শাল আইল্যান্ডস স্বাধীন হয়েছে। কিন্তু তেজষ্ক্রিয়তার প্রভাব এবং তার জেরে আবহাওয়ার খামখেয়ালিপনা বার বার বিধ্বস্ত করছে মার্শাল আইল্যান্ডসকে।


জলবায়ু পরিবর্তনের ফলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ মার্শাল এখন ঝুঁকির মুখে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব এখন দ্বীপটিতে পড়তে শুরু করেছে। সেখানকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও এখন আর আগের মতো নেই।

লিনবার আনেজ নামে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে দেখা গেল বাড়ির সামনে কংক্রিটের টুকরো ফেলে জোয়ারের পানি আটকানোর আশায় অস্থায়ী দেয়াল তৈরি করছেন। সাগরের পানির কাছে অবশ্য এটি কিছুই নয়। তবু কোন রকমে আত্মরক্ষার চেষ্টা। দ্বীপটির রাস্তাঘাটের অবস্থা এখন ভাল নয়। সাগরের লোনা পানি, কাদা ও পয়ঃবর্জ্য মিলে রাস্তাঘাটের অবস্থা একেবারে শোচনীয়। তিনি এখন আরও কয়েকজনকে নিয়ে একটি গ্রুপ করেছেন। ছুটির দিনটি ছাড়া প্রতিটি দিন তারা সাগরের পানি আটকাতে ব্যস্ত থাকেন। তিনি বলছিলেন, ‘আমি জানি এ এক ধরনের উন্মাদনা। কিন্তু এ ছাড়া আমাদের হাতে আর কোন বিকল্প নেই।’ বাবা-মা, ভাইবোন ও সন্তান নিয়ে তার পরিবারের সদস্য সংখ্যা ১৩। তিনি চার রুমের এক বাড়িতে থাকেন। তার বাড়িটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায়। তিনি বলছিলেন, ‘আমার মনে হয় আমরা পানির নিচে বাস করছি।’

লন্ডন, প্যারিস, নিউইয়র্ক বা ওয়াশিংটনের কোন বিলাসবহুল হোটেলে বসে মার্শাল দ্বীপের এই নির্মম বাস্তবতা উপলব্ধি করা যাবে না। মার্শাল আইল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টনি ডিব্রাম বলছিলেন, আনেজের মতো লোকদের অভিজ্ঞতা প্রভাবশালী নীতিনির্ধারকদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে। জাতিসংঘের উদ্যোগে প্যারিসে চলমান জলবায়ু সম্মেলন সম্পর্কে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেছেন, প্যারিস সম্মেলনে পশ্চিমা আলোচকদের মনোযোগ কেবল অর্থ বরাদ্দের দিকেই নিবদ্ধ রয়েছে। কিন্তু সাগরপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এখন নিম্ন এলাকার বহু অংশের মানুষের অস্তিত্ব হুমকির মুখে। যেমন বাংলাদেশের কথা এখানে বলা হয়েছে। ২০৫০ সালের মধ্যে দেশটির ১৭ শতাংশ সাগর গর্ভে তলিয়ে যেতে পারে। এর ফলে ১ কোটি ৮০ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তবে এদিক দিয়ে ৭০ হাজার লোক অধ্যুষিত মার্শাল দ্বীপের বাসিন্দারা কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক সম্পর্ক রয়েছে। ১৯৮৬ সালে সম্পাদিত এক চুক্তি অনুযায়ী দ্বীপ দেশটির বাসিন্দারা যে কোন প্রাকৃতিক বা হুমকির মুখে নিখরচায় যুক্তরাষ্ট্রে অভিবাসী হতে পারবে।

সুত্র : -ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস



  • Twitter Social Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • LinkedIn Social Icon
Follow
"SAREGAMA JUST IN"

  জনপ্রিয় সংবাদ সা রে গা মা

বাংলা গান সা রে গা মা

Print  / Press Ctrl+P
Saregama Bangla

Sa Re Ga Ma News Archive

Write Yours Comments. 

RSS Feed

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited Privacy. 

bottom of page