চল্লিশ সেকেন্ড এর এক ঝলকে শিল্পা, আয়োজকদের অসন্তোষ।
ছোট বেলায় আর পাঁচটা বাচ্চার মতো শিল্পার মা-বাবাই তাঁর নাম রেখেছিল অশ্বিনী। আর সব থেকে মজার ব্যপার তাঁর মা সুনন্দা শেটিই পরে তাঁর নাম বদলে রাখেন শিল্পা শেটি। কিন্তু কেন ? এই প্রশ্নেরও জবাব আছে। জানা গেছে, শিল্পার মা একজন জ্যোতিষী। তিনি মেয়ের সুন্দর জীবনের জন্য তাঁর নাম বদলে দেন।
শুক্রবার (১৩ মে) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটির গোলনকশা হলে দ্য প্লাটফর্ম আয়োজিত ‘প্যাশন ফর ফ্যাশন’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন শিল্পা শেঠি।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে শিল্পাকে মঞ্চে পাওয়া গেছে মাত্র ৪০ সেকেণ্ড।
মূল অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও শিল্পা মঞ্চে আসেন গভীর রাতে। অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন আয়োজকেরা। এমনটা যে ঘটতে পারে তার ঈঙ্গিত পাওয়া গিয়েছিলো ওইদিন বিকেলে।
৩টায় রাজধানীর লামেরিডিয়ান হোটেলে সংবাদ সম্মেলনে শিল্পার উপস্থিত থাকার কথা থাকলেও টানা সাড়ে চার ঘন্টা সাংবাদিকদের বসিয়ে রেখে শেষাবধি দুঃখ প্রকাশ করে দ্য প্ল্যাটফর্মের কর্তারা। জানা গেল তিনি নাকি বিশ্রামে আছেন।
শোতে দেশি মডেলদের পারফর্মেন্স মুগ্ধতাও ছড়ালো। পোষাকের নকশা আর মডেলদের রূপের ঝলকে কিছুক্ষণ বুঁদ হয়ে থাকলেও আগতদের মনে অপেক্ষাই ছিলো শিল্পার জন্য।
অনুষ্ঠানের শেষ প্রান্তে ঘোষণায় এলো শিল্পার নাম। এবার তিনি এলেন কিন্তু মাত্র এক মিনিটেরও কিছু কম সময় হাটলেন।
তারপর দাঁড়ালেন, এবার কিছু কথা বলতে হয় তাই বললেন, ‘বাংলাদেশে আসতে পেরে অনেক ভালো লাগছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্য অপেক্ষা করার জন্য। চমৎকার আয়োজন।’ সাথে বাংলায় দুটি কথাও বললেন, ‘তোমাকে ভালোবাসি এবং তুমি ভীষন মিষ্টি।’
অনুষ্ঠানে মোট ১৫টি কিউতে অংশ নেন বলিউড অভিনেত্রী শিল্পাসহ বাংলাদেশের মডেল ইমি, হীরা, মিলি, রাইসা প্রমুখ।