প্রবাসে কনসার্টে গান গেয়ে ভক্তদের মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন আমেরিকা, কানাডা ও লন্ডনের বাংলাদেশি ভক্তদের গান দিয়ে মাতিয়ে রাখছেন । এই তিনটি দেশে গান পরিবেশনের জন্য ১৮ এপ্রিল দেশ ছেড়েছেন তিনি।
গত ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে এই মিশন এবং এটি চলবে ১৫ মে পর্যন্ত। বিভিন্ন কনসার্টে এককভাবে গান পরিবেশন করছেন তিনি।
২৪ এপ্রিল কানাডার ভ্যানকুয়েভার সিটিতে গ্রেটার ভ্যানক্যুভার বাংলাদেশ কালচারাল এ্যাসোসিয়েশন আয়োজিত বৈশাখী উৎসবে একক সংগীত পরিবেশন করেন। ৮ মে লন্ডন ডিসি আয়োজিত বার্মিংহাম স্মলস্ট্রিট পার্কে বেবী নাজনীন পারফর্ম করেন এককভাবে।
এরপর কানাডার ক্যালগিরিতে ১৩ মে একটি অনুষ্ঠানে গান করেন। পরদিন আবারও ফেরেন আমেরিকায়। রোববার (১৫ মে) তিনি আমেরিকার ফিলাডেলফিয়ার একটি কনসার্টে এককভাবে সংগীত পরিবেশন করবেন।