‘ষড়রিপু’ তে আবেদনময়ী সোহানা সাবা।
কিছুদিন আগে ব্যক্তিগত সফরে থাইল্যান্ড পাড়ি জমান অভিনেত্রী সোহানা সাবা। থাইল্যান্ডে গিয়ে নিজের ফেসবুক ওয়ালে প্রতিদিন আবেদনময়ী ছবি পোস্ট করে ভক্তদের তার প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলেছেন বহুগুণ। এবার সেই আকর্ষণের পালে হাওয়া লাগল আরও। সম্প্রতি সাবা অভিনীত ‘ষড়রিপু’ নামের নতুন চলচ্চিত্রের একটি গান প্রকাশ পেয়েছে ইউটিউবে। তাতে স্বল্পবসনে বেশ আবেদনময়ী হিসেবে পর্দায় হাজির হয়েছেন তিনি। যা দর্শকদের সাবার প্রতি আকর্ষণ বাড়িয়ে দিয়েছে শতগুণ।
প্রকাশিত এ গানের ভিডিওতে দেখা যায়, একটি বারে বসে আছেন অভিনেত্রী সোহানা সাবা। একই টেবিলে বসে আছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত। সাবার পরনে শাড়ি। যার অর্ধেকটাই খোলামেলা। আরও দেখা যায় কাজল মাখা দুটি চোখে কামনার আকুলতা। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে বেজে উঠে শিলাজিতের কণ্ঠে ‘এই রাত’ শিরোনামের গানটি। গানের পাশাপাশি ছবিতেও বেশ কিছু সাহসী দৃশ্যে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী। নতুন এ ছবিটির মাধ্যমে কলকতার ভিন্নধারার ছবিতে অভিষেক ঘটতে যাচ্ছে সোহানা সাবার। ছবিতে আরও অভিনয় করেছেন, কলকাতার ইন্দ্রনীল, রজতাভ দত্ত, চিরঞ্জিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।