আজ কান উৎসবে এই প্রথম প্রিমিয়ার হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র আয়নাবাজি ও অজ্ঞাতনামা ।
কান উৎসবে আজ বাংলাদেশের দিন।
৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্কসে দু’ফিল্মে প্রথমবারের মতো বাংলাদেশের ছবি হিসেবে প্রিমিয়ার হতে যাচ্ছে অমিতাভ রেজার আয়নাবাজি ও তৌকীর আহমেদের অজ্ঞাতনামা।
বিশ্ব চলচ্চিত্রের মিলনমেলায় একই দিনে আমাদের দু-দুটো ছবির প্রদর্শনী।
প্রথম দিন থেকেই উৎসবে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের নির্মাতা অমিতাভ রেজা।
বিশ্ব চলচ্চিত্রের এই মহা আসরে আসার অনুভূতি কী?
অমিতাভ রেজা বলছিলেন, ‘কান উৎসব একই সঙ্গে দুনিয়ার অন্যতম বৃহৎ সিনেমা বাজারও। এখানে বাংলা সিনেমার বাজার পাওয়া কঠিন। তারপরও কিছু সেলস এজেন্ট আর প্রযোজক আয়নাবাজি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। আশা করছি প্রদর্শনী দেখার পর আরও কেউ কেউ আগ্রহী হবেন। আমার প্রযোজক বন্ধু গাউসুল আলম আর জিয়াউদ্দিন আদিল আমার সঙ্গে উৎসবে যোগ দিয়েছেন।’
কান উৎসবে ব্যস্ত সময় কাটাচ্ছেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। ‘সিনেমার কী অসাধারণ উদ্যাপন!’ কান উৎসবের অভিজ্ঞতা সম্পর্কে তৌকীর লিখেছেন তাঁর ফেসবুকের পাতায়। বাংলাদেশের জনপ্রিয় এই অভিনয়শিল্পী জুটিকে এখন নিয়মিতই দেখা যাচ্ছে পালে দো ফাস্তিভালে সারা বিশ্বের নির্মাতা-প্রযোজক-পরিবেশকদের আড্ডায়।
কান চলচ্চিত্র উৎসবে সারা বিশ্ব থেকে আমন্ত্রিত প্রযোজক, পরিচালক, অভিনয় শিল্পী এবং সাংবাদিকরাই এ প্রিমিয়ার শোটি দেখার সুযোগ পাবেন। ইতিমধ্যে ওয়ারনার ব্রাদার্স, এরস, এম কে ২ সহ বিশ্বের খ্যাতনামা ফিল্ম ডিস্ট্র্রিবিউটর কোম্পানিগুলো কান চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখার আগ্রহ ব্যক্ত করেছেন। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ থেকে উৎসবে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, তৌকীর আহমেদ, অমিতাভ রেজা, ও বিপাশা হায়াত।