সংগীত কর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সংরক্ষণ কপিরাইট আইন প্রনয়নে কাজ করছে সরকার।
গত ১২ই মে বাংলাদেশ কপিরাইট অফিস কর্তৃক আয়োজিত কপিরাইট আইন যুগোপযোগীকরণ ও সংগীত কর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সংরক্ষণ শীর্ষক শিরোনামে এক সেমিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফকির আলমগীর, এস ডি রুবেল, ইবরার টিপু সহ আরো অনেক সংগীত সংশ্লিষ্ট সুধীজন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব আকতারী মমতাজ।
সেমিনারে সংগীত কর্মের মেধাস্বত্ত অনুযায়ী কপিরাইট আইন ও তার যথাযত ব্যাবহার এর উপর গুরুত্ব আরোপ করা হয়। এবং কপিরাইট আইন এর যথাযোগ্য ব্যাবহার এর উপর সংশ্লিষ্ট সকলকে আরো সোচ্ছার হওয়ার আহবান জানানো হয়। সঙ্গীতাঙ্গনের শিল্পী ও কলাকুশলীদের সমন্নয়ে একটি মনিটরিং টিম ও গঠন করা হয় এ ব্যাপারে সার্বক্ষনিক তদারকির জন্য।