ছদ্নবেশী সোনু নিগামকে রাস্তায় চিনলো না কেউ!
এত অনুরাগী ভক্ত ছড়িয়ে থাকলেও ছদ্মবেশে রাস্তায় গান গাইতে বসে এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হলেন গায়ক সোনু নিগম৷ গান শুনেও পথ চলতি মানুষের কেউই তাঁকে চিনতে পারল না৷ সেই অভিজ্ঞতার ওয়েবভিডিও মঙ্গলবার প্রকাশ করলেন তিনি৷ যার নাম দেওয়া হয়েছে ‘‘রোড সাইড উস্তাদ’’৷ বৃদ্ধ রাস্তার গায়ককে পথ চলতি মানুষ কেমন চোখে দেখে সেটাই তুলে ধরা হয়েছে৷ পথের ধারে গান গাইতে বসা বৃদ্ধ গায়ককে দেখে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের৷ কেউ কেউ যেমন পাশ কাটিয়ে চলে গিয়েছেন তেমনই আবার কেউ কেউ দাড়িয়ে শুনেছেন৷
সোনু নিগমের জানিয়েছেন, তার মেক আপ এতই ভাল হয়েছিল যে লোকে চিনতে পারেনি৷ ভিডিওতে দেখা গিয়েছে একটা হারমোনিয়াম নিয়ে পথের ধারে চটের উপর বসে গান গাইছেন৷ কালচারাল মেশিন ডিজিটাল চ্যানেলের ডিরেক্টর কার্ল কাটগারা ব্যাখ্যা করেছেন এমন পরীক্ষা নিরীক্ষা করার কারণ৷ তিনি জানান, ব্যস্ত পথ চলতি মানুষকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন যাতে তারাও সঙ্গীতের সৌন্দর্য তারিফ করতে পারে৷