বাংলাদেশে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
- MUSIC BANGLA
- May 18, 2016
- 1 min read

এতদিন এই শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল। বুধবার সচিবালয়ে একটি সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ২০১০ সালের শিক্ষানীতির আলোকে আজ সিদ্ধান্ত নেয়া হয়েছে যে এখন থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব ধরণের শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে।
তবে সিদ্ধান্ত হলেও এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার অনুমোদনের পর এটি পুরোপুরি কার্যকর হবে।
এ সময় তার সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং শীর্ষস্থানীয় শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
মি. নাহিদ বলেন, অষ্টম শ্রেণী পর্যন্ত যে যেখানে যেভাবে আছে,
সেভাবেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে।
দেশের শিক্ষা ব্যবস্থার পুরো ইতিহাসে এ ধরণের সিদ্ধান্ত এই প্রথম বলেও তিনি বর্ণনা করেন।
বাংলাদেশে প্রাথমিক শিক্ষা পুরোপুরি অবৈতনিক। এই ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক নানা কার্যক্রমও চালু আছে।
বাংলাদেশে সরকারি বেসরকারি মিলিয়ে মোট ১ লাখ ৮ হাজারের বেশি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মোট শিক্ষার্থী ১ কোটি ৯৫ লাখ ৫২ হাজারের বেশি। এদের অর্ধেকই মেয়ে।