ক্যান্সার আক্রান্তের স্বপ্নপূরণ করলেন অমিতাভ।
হার্দিকার সঙ্গে অমিতাভ। ছবি: টুইটারের সৌজন্যে।
মারণ ক্যান্সারে আক্রান্ত সে। জীবনে অন্তত একটা জন্মদিন অমিতাভ বচ্চনের সঙ্গে কাটানোর ভারি ইচ্ছে তার। কিন্তু এ বছর না হলে, আর কি তা কখনও পূরণ হবে ?
সে হার্দিকা। আর তার এই ইচ্ছে পূরণ করলেন খোদ অমিতাভ বচ্চন। বার্থডে কেক কেটে বেশ কিছুটা সময় এই ক্যান্সার আক্রান্ত অনুরাগীর সঙ্গে কাটালেন বিগ বি। টুইটারে শেয়ারও করলেন সে ছবি।
নিজের ব্লগে শাহেনশা লিখেছেন, ‘ক্যান্সার আক্রান্ত হার্দিকার ইচ্ছে ছিল আমার সঙ্গে এই বিশেষ দিনটি কাটানোর। তাই ওর স্বপ্নপূরণ করলাম।’
সর্বক্ষণ নিজের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার রাখতে হয় হার্দিকাকে। নিষ্পাপ সেই কিশোরীর করুণ যন্ত্রণা, সঙ্গে অদম্য মনের জোর এবং নম্র স্বভাবে মুগ্ধ অমিতাভ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।