শরীরী সংস্কার ভেঙে ১১ নারীর নগ্ন অভিনয় শেক্সপিয়রের নাটকে !
কিন্তু কেন শেক্সপিয়রের নাটকের অভিনয়ে নগ্নতা বেছে নেওয়া হল ?
পরিচালক অ্যালিস মোতোলা ও পিত্র স্ট্রেট জানিয়েছেন, শরীর ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠাই এই কাজের একমাত্র উদ্দেশ্য।
আর নগ্ন হয়ে এমন প্রকাশ্যে অভিনয় করতে পেশাদার অভিনেত্রীদেরও কোনও অসুবিধা হয়নি। তাই তাঁদের উদ্দেশ্য সফল।
শরীর সম্পর্কে সবরকমের সংস্কার থেকে বেরনোর ডাক ছিল এই কাজে। এই ভাবনার সঙ্গে শেক্সপিয়রের যোগসূত্র স্থাপনের অভিনব প্রয়াস দেখা গিয়েছে এই নাটকের অভিনয়ে।
খোলা আকাশের নীচে অভিনয় হয়েছে এ নাটকের। মোট ১১ জন অভিনেত্রী নগ্ন হয়ে অভিনয় করেছেন।