‘সরবজিৎ’ ছবিতে রণদীপ হুদার অভিনয়ের প্রশংসা করেছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।
‘সরবজিৎ’ ছবিতে রণদীপ হুদার অভিনয়ের প্রশংসা করেছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তাকে একটি চিঠি পাঠিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছেন অমিতাভ বচ্চন।
চিঠিটিতে অমিতাভ লিখেছেন, ‘আমি সবসময় তোমার প্রতিভার প্রশংসা করেছি। কিন্তু ‘সরবজিৎ’ দেখার পর আমি তোমাকে না লিখে পারলাম না। তোমার কাজের প্রতি আমি অপরিসীম শ্রদ্ধা না জানিয়ে পারছি না। সাফল্যের সাথে তুমি এগিয়ে যাও এবং তোমার ও তোমার কাজের আরো বেশি প্রশংসা করতে দাও।’
অমিতাভের সেই চিঠি টুইটারে নিজেই শেয়ার করেছেন রণদীপ। যাকে চিরকাল আইডল মেনে এসেছেন, সেই মেগাস্টার চিঠি লিখে অভিনয়ের প্রশংসা করায় সম্মানিত বোধ করছেন বলেও জানিয়েছেন এই অভিনেতা।
ভারতের নাগরিক সরবজিৎ পাকিস্তানের জেলে কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন।
তাকে নিয়ে ওমাং কুমার ‘সরবজিৎ’ ছবি পরিচালনা করেছেন।
এর নাম ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুদা।
সরবজিতের বোন দালবির কউরের ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন।
সূত্র: এনডিটিভি