ক্যারিয়ার গঠন করুন রবিতে !
দেশের অন্যতম জনপ্রিয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটিতে এরিয়া ম্যানেজার এবং টেরিটরি ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন পদ্গুলোতে আবেদনের জন্য বিস্তারিত জানতে দেখুন ...
এরিয়া ম্যানেজার
যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। পাশাপাশি ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসব যোগ্যতার ছাড়াও প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে পারদর্শী, সৃজনশীল, দলগতভাবে কাজ করতে দক্ষ এবং বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে। রবির ওয়েবসাইটের মাধ্যমে পদটিতে আবেদন করা যাবে ২৮ মে-২০১৬ তারিখ পর্যন্ত।
টেরিটোরি ম্যানেজার
ভালো ফল নিয়ে স্নাতক পাস প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে এই পদে। এ ছাড়া প্রার্থীদের এক থেকে তিন বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য একজন প্রার্থীকে হতে হবে বাংলা ও ইংরেজিতে পারদর্শী, সৃজনশীল, দলগতভাবে কাজ করতে দক্ষ এবং বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে। পদটিতে আবেদন করা যাবে রবিরওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ২৮ মে-২০১৬।.