হেলিকপ্টারে সঙ্গী পিয়াকে নিয়ে যা করলেন নোবেল।
নতুন একটি বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন নোবেল।
এতে তার সঙ্গী হয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।
সোমবার একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের চিত্রধারণের জন্য হেলিকপ্টারের চড়ে সিলেট যান নোবেল-পিয়া।
এ প্রসঙ্গে পিয়া জানান, প্রথমবারের মতো নোবেলে সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। এটি নির্মাণ করছেন রানা মাসুদ। বিজ্ঞাপনটির প্রয়োজনেই হেলিকপ্টারে তাদের একসঙ্গে চড়তে হয়েছে।
উল্লেখ্য, বিজ্ঞাপনটিতে হেলিকপ্টার ছাড়াও সিলেটের চা-বাগানের বিভিন্ন লোকেশনে কনভার্টেবল কার ব্যবহার করা হয়েছে।