বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর উপাচার্য খালেদা একরাম আর নেই।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য খালেদা একরাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার দিবাগত রাত ২টার কিছু পরে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উপাচার্যের ব্যক্তিগত সহকারী কামরুল হাসান জানান, গতকাল রাত ২টা ০৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে মারা যান খালেদা এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক এবং উপাচার্যের দুই মেয়ে সেখানে উপস্থিত ছিলেন।
গত ১৫ মে নন হসকিন্স লিম্ফোমাসহ বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে ব্যাংকক হাসপাতালে ভর্তি হন উপাচার্য। এর আগে বাংলাদেশে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৩ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যাওয়া হয়।
পরে তাঁর অবস্থার আরো অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৭ মে সকাল থেকে অধ্যাপক খালেদা একরামকে লাইফ সাপোর্ট ভেন্টিলেশনে রাখা হয়। মৃত্যুর আগে পর্যন্ত তিনি লাইফ সাপোর্টেই ছিলেন।
খালেদা একরামের লাশ কবে নাগাদ বাংলাদেশে আনা হবে সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ মঙ্গলবার সকালে বৈঠকের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বুয়েট কর্তৃপক্ষ।
রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন শেষে বুয়েটের প্রথম নারী উপাচার্য হিসেবে ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর নিয়োগ পান বিশ্ববিদ্যালয়টির স্থাপত্য বিভাগের অধ্যাপক খালেদা একরাম।