Search
বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান “রাজেহী”!
- MUSIC BANGLA
- May 29, 2016
- 1 min read

বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানটি সৌদি আরবের আল-কাসীম শহরে অবস্থিত।
প্রায় দুই লক্ষ গাছ আছে বাগানটিতে। চল্লিশ প্রকারের খেজুর উৎপাদিত হয় এখানে। আশ্চর্যের ব্যাপার হলো, এই বাগানের পুরো উৎপাদনই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেয়া হয়েছে। রামাদানে মক্কা ও মদীনায় ইফতারির সমস্ত খেজুর এই বাগান থেকেই সরবরাহ করা হয। বিশ্বের সবচেয়ে বড় ‘ওয়াকফ সম্পত্তি’ হিশেবেও এই বাগানকে বিবেচনা করা হয়। মহান মানুষটার নাম সালেহ বিন আবদুল আযীয রাজেহী। বাগানের নামও ‘রাজেহী বাগান’। এতবড় কলিজার মানুষও আছে !