মহাকাশ থেকে লাইভ চ্যাট !
মহাকাশ থেকে এবার ফেসবুকে লাইভ চ্যাট করতে পারবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। সেইসঙ্গে বিশেষ এই সুযোগ নিয়ে ভিউয়াররা নিজেদের লাইভস্ট্রিমিং করতে পারবেন।
মার্ক জুকারবার্গের অভিনব উদ্যোগে এবার মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গবেষণারত মহাকাশচারীদের সঙ্গে করা যাবে লাইভ চ্যাট। তবে যে কেউ তা পারবেন না। এই লাইভ চ্যাট করবেন মার্ক জুকেরবার্গ। এটা শুধু তার জন্য নির্দিষ্ট।
সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।
ঘোষণায় বলা হয়, ফেসবুক ভিডিও কলিংয়ের মাধ্যমে মহাকাশচারীদের সঙ্গে কথা বলবেন জুকেরবার্গ।
২০ মিনিটের এই কথোপকথনে ইচ্ছে করলে আপনিও অংশ নিতে পারেন পরোক্ষভাবে।
তার জন্য নাসার ফেসবুক পেজে গিয়ে পোস্ট করতে হবে প্রশ্ন। সেখান থেকেই কয়েকটি প্রশ্ন বেছে নিয়ে জুকেরবার্গ প্রশ্ন করবেন মহাকাশচারীদের। শুধু তাই নয়, শোনা যাচ্ছে বিশেষ এই সুযোগ নিয়ে ভিউয়াররা নিজেদেরও লাইভস্ট্রিমিং করতে পারবেন।