মায়ের কাছে ফিরলেন কাটার মাষ্টার মুস্তাফিজ।
- MUSIC BANGLA
- Jun 2, 2016
- 1 min read

আইপিএল এর মহাযজ্ঞ জয় করে দুই মাস পর মায়ের কাছে ফিরলেন মুস্তাফিজুর রহমান।
অনেক দিন পর মাকে কাছে পেয়ে যেন বুকের ভিতর এর সকল উথাল পাতাল ঢেউ শীতল শান্ত হয়ে যায় মুস্তাফিজের। ভেসে যান এক বাঁধনহারা উচ্ছাসে মায়ের সাথে হাস্যোজ্জ্বল একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে শেয়ার করেন মুস্তাফিজ।
মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নভোএয়ার এর একটি বিমানে চেপে যশোর বিমানবন্দরে পৌছান আইপিএল এর এই সেরা উদীয়মান খেলোয়াড়। সেখানে মুস্তফিজ এর পরিবারের লোকজন এবং ভক্তরা আগে থেকেই উপস্থিত ছিলেন তাকে অভ্যার্থনা জানানোর জন্য।
কাটার মাষ্টার বিমানবন্দর থেকে খালু আনিসুর রহমানের দেওয়া ফুল নিয়ে প্রথমে সাতক্ষীরার খালার বাসাতেই যান। পরে নিজ গ্রামে ফেরেন মুস্তাফিজ। নিজ গ্রাম কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেতুলিয়া গ্রামে পৌছান রাত তখন ১১টা। তখন এলাকায় বিদুৎ ছিল না কিন্তু চিরচেনা সেই আলি-গলি পেরিয়ে ঘরে ফিরতে মোটেই সমস্যা হয়নি মুস্তাফিজের। ফেরার সময় শত শত ভক্ত ও গ্রাম বাসী মুস্তাফিজকে দেখতে গভীর রাত পর্যন্ত রাস্তায় ভীড় করে।
জানাগেছে, দীর্ঘদিন পর ঘরে ফেরা পরিবারের ছোট্ট সদস্যটির জন্য পছন্দের প্রায় সবকিছুই রেঁধেছেন তার মা।

মোস্তাফিজ কে নিয়ে আনন্দে মেতেছে গ্রামবাসিরা।