মোবাইল টেলিভিশন এটিএন মিউজিক টিভি তৃতীয় বছরে পদার্পন করল।
গত ৩রা জুন ২০১৪ইং বাংলাদেশের সর্বপ্রথম ২৪ ঘন্টার অনলাইন মিউজিক চ্যানেল এটিএন মিউজিক টিভি যাত্রা শুরু করেছিল । দেখতে দেখতে দুইটি বছর পার করে তৃতীয় বছরে পদার্পন করল এটিএন মিউজিক টিভি।
গত দুই বছরে দেশ ও দেশের বাইরে বিপুল পরিমান দর্শক সাড়া পেয়েছে এই মোবাইল টেলিভিশনটি এর একটিই কারন আমাদের তরুন প্রজন্মের সংগীতানুরাগ ও দেশপ্রেম । দেশ ও দেশের গানকে তারা সত্যিই লালন করে মনে ও প্রানে। গত দুই বছর যাবৎ সেই কাজটিই করে চলেছে এই মোবাইল টেলিভিশনটি।
এটিএন মিউজিক টিভির একমাত্র উদ্দেশ্য হল বাংলাদেশ সহ বিশ্বের সকল প্রবাসী বাংলা ভাষাবাসীদের কাছে বাংলা সংঙ্গীত ও আমাদের শিল্প সংকৃতির সমৃদ্ধ দার উন্মোচন করা। ড.মাহ্ফুজুর রহমান এর সেই উদ্দেশ্য পুরনের লক্ষে এটিএন মিউজিক টিভি অবিরাম কাজ করে যাচ্ছে ।
গত দুই বছরে এটিএন মিউজিক টিভি তে যে সকল আনুষ্ঠান প্রচার করা হয়।
“আড্ডা গানে ক্যাম্পাসে” শিরোনাম অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এর নতুন সম্ভাবনাময়ী, মেধাবী সুযোগ বঞ্চিত সঙ্গীত শিল্পীদের নিয়ে কাজ করছে এটিএন মিউজিক টিভি । যেখানে গল্প আড্ডা আর গানে মুখরিত হয়ে উঠে অংশ গ্রহনকারী তরুনেরা।
“আমি ও আমার গান” শিরোনাম অনুষ্ঠানে নবীন শিল্পীদের পাশাপাশি, সঙ্গীতাঙ্গনে যারা অগ্রজ গুনীজন যাদের আদর্শের অন্তরালে তরুন সমাজ উজ্জীবিত তাদের জীবন দর্শন এর উপর বিস্তারিত তথ্য মুলক অনুষ্ঠান প্রচার করছে এটিএন মিউজিক টিভি।
এছাড়াও সকল দর্শকদের কথা মাথায় রেখে, এটিএন মিউজিক টিভি নতুন মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান “মিউজিক গ্যালারি” পুরানো দিনের গান নিয়ে অনুষ্ঠান “ফ্লাশ ব্যাক” তরুন প্রজন্মের জন্য অনুষ্ঠান “ব্যান্ড ভিউ” বাংলা নতুন সিনেমার গান নিয়ে অনুষ্ঠান “সিনে সং” এবং প্রবাসী শিল্পীদের জন্য “প্রবাসে বাংলাদেশ” অনুষ্ঠান প্রচার করে আসছে।
এছাড়াও অনলাইনে বালাদেশে সর্বপ্রথম জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে লাইভ মিউজিক্যাল অনুষ্ঠান “AM TV LIVE” প্রচার করছে এটিএন মিউজিক টিভি ।
গত দুই বছরে মানবিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ততায়ও কাজ করছে এটিএন মিউজিক টিভি….
সম্পতি ঘটে যাওয়া স্বরন কলের ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের পাশে দাড়াতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একযোগে “কনসার্ট ফর নেপাল” অনুষ্ঠাটি ধারন ও সমপ্রচার করে দেশ ও দেশের বাইরে ব্যাপক সাড়া ফেলেছিল এটিএন মিউজিক টিভি। এবিষয়ে EMBASSY OF NEPAL নেপালের জনগনের পক্ষ হতে, এটিএন মিউজিক টিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এছাড়াও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসসমুহে নির্মিত বিশেষ অনুষ্ঠানমালা নিয়মিত প্রচার করে আসছে এটিএন মিউজিক টিভি ।
এটিএন মিউজিক টিভি বিগত দুই বছরে তাদের কর্মকান্ডের সাথে সম্পৃক্ত সকল শিল্পী/ কলাকুষলী/ গীতিকার/সুরকার/ সঙ্গীত পরিচালক/ ভিডিও নির্মাতা/ বিনোদন সংবাদিক/ বিজ্ঞাপন দাতা/ শুভানুধ্যায়ী সহ সকল শ্রেনী পেশার মানুষের কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আগামীর পথ চলায় সকলের সহযোগিতা দোয়া প্রার্থনা করছে ।