যে বয়সে মেয়েরা পুতুল খেলে,সে বয়সে আমাকে কাজ খুঁজতে বাড়ি থেকে বেরতে হয়েছে ..লতা মঙ্গেশকর।
লতা মঙ্গেশকর ও সচিন তেন্ডুলকরকে ব্যঙ্গ করে কমেডিয়ান তন্ময় ভট্টের ‘সচিন ভার্সাস লতা সিভিল ওয়ার’ নামের এক মিনিটের একটা ভিডিওর জেরে আপাতত ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকরের মুখোশ পরে তাঁদেরই গলা নকল করে তন্ময় যা বলেছেন তার মোদ্দা কথা হল, ‘সচিনের থেকে অনেক বড় ক্রিকেটার বিরাট কোহালি।’ তবে ভিডিওতে যে ভাষায় তাঁর ‘অ্যাক্ট’ পেশ করেছেন তন্ময়, তাতেই চটেছেন অনুপম-সহ অন্যরা। শুধু সচিনই নয় লতা মঙ্গেশকরকে নিয়েও ভাঁড়ামো করেছেন তিনি। সচিনের গলায় লতাকে লক্ষ করে তন্ময় বলেছেন, “নিজের মুখটা দেখেছেন? আপনার মুখ দেখলে মনে হয়, দশ দিন ধরে তা জলে ডুবিয়ে রেখে দেওয়া হয়েছিল।” এমনকী, ‘লতার বয়স পাঁচ হাজার বছরের’— এই কটূক্তিও করেছেন তন্ময়। আর এ ধরনের ভাঁড়ামো করতে গিয়েই তিনি যে মাত্রা ছাড়িয়েছেন তা মনে করছেন বলিউডের অনেকেই। অনুপম খের বলেছেন, “আমি ন’বারের বেস্ট কমিক অ্যাক্ট জয়ী অভিনেতা, আমারও সেন্স অব হিউমার এর থেকে ঢের গুণ ভাল। তন্ময় যা করেছে তা জঘন্য এবং অসম্মানজনক, এটা কোনও ভাবেই হিউমার নয়।”
কমেডিয়ান তন্ময় ভট্টের ভিডিও টি দেখতে নিচের লিংঙ্কে ক্লিক করুন :
পাল্টা আক্রমণ নয়, বরং তন্ময়কে উপেক্ষাই করলেন লতা :
পাল্টা আক্রমণ একেবারেই নয়, বরং নাম না করে তন্ময় ভট্টকে উপেক্ষার পথই বেছে নিলেন লতা মঙ্গেশকর। সম্প্রতি যে ভিডিও নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে, সেই ভিডিও নিয়ে তাঁর কিছু এসে যায় না বলে সটান জানিয়ে দিলেন তিনি।
কয়েক দিন আগে লতা মঙ্গেশকর ও সচিন তেন্ডুলকরকে নকল করে কৌতূক অভিনয় শিল্পী তন্ময়ের স্ন্যাপচ্যাট ভিডিও-র বিরুদ্ধে ক্ষুব্ধ বলিউড সহ দেশের নানা মহল। তন্ময় এই দুই ব্যক্তিত্বকে অসম্মান করেছেন, এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে মহারাষ্ট্রের কিছু রাজনৈতিক দল। কিন্তু উদাসীনতায় গোটা বিতর্ক উপেক্ষা করছেন লতা মঙ্গেশকর।
যে ভিডিওকে কেন্দ্র করে এত সমস্যা সেটি লতা দেখেননি বলে জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘জীবনে এত পথ পেরিয়ে এসেছি যে, এসব আর আমাকে বিচলিত করে না। যে বয়সে মেয়েরা পুতুল খেলে সময় কাটায়, সে বয়সে আমাকে গান গাওয়ার কাজ খুঁজতে বাড়ি থেকে বেরতে হয়েছে। ছোট থাকতেই এটা শিখেছি যে, কাজই আসল কথা।’’
লতা আরও জানিয়েছেন, তাঁর জন্য অন্য কেউ সমস্যায় পড়ুক, এটা তিনি চান না। তিনি সকলকে আশ্বস্ত করে বলেছেন, ‘‘এই ধরনের ঘটনা আমার কাছে খুবই ছোট। জীবনে এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যারা অন্যদের মানহানি করে তাদের বাড়তি গুরুত্ব দেওয়া উচিত নয়।’’