এই প্রথম মাকে নিয়ে গান করল অবসকিওর!
- MUSIC BANGLA
- Jun 8, 2016
- 1 min read

৩০ বছরের পুরানো ব্যান্ড দল অবসকিওর।
মাঝে অনেকটা সময় শ্রোতারা এ দলের কাছ থেকে পায়নি নতুন কোনো গান।
তবে এখন আবার চাঙা হয়ে উঠেছে দলটি।
এবারের ঈদে আসছে তাদের নতুন অ্যালবাম ক্র্যাক প্লাটুন। এটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।
অবসকিওরের অন্যতম সদস্য লিড ভোকালিস্ট সাইদ হাসান টিপু বললেন,
এবারই প্রথম মাকে নিয়ে কোনো গান গাইলাম। ‘মা’ গানটা সত্যি খুব ভালো হয়েছে। আমি এর আগে এ ধরনের কোনো গান করিনি। এটা আমার কাছে খুব আবেগপ্রবণ একটা বিষয়। এবার আমার বন্ধু গীতিকবি অমিত গোস্বামী এ গানটি করার জন্য একরকম চাপও দিয়েছে। এটা আমাদের নতুন অ্যালবামের শেষ গান হিসেবে যাবে। এবারের ঈদেই অ্যালবামটি বাজারে আসবে। আশা করছি, রোজার শেষ সপ্তাহে এটি প্রকাশ হবে। এতে আটটি গান থাকছে। এর মধ্যে দুটি গান দেশকে নিয়ে। বাকিগুলোতে চিরচেনা অবসকিউরকে পাওয়া যাবে। তিনি জানান ক্র্যাক প্লাটুন গানটিতে সাত বীরশ্রেষ্ঠকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নতুন এ অ্যালবামের জন্য গান লিখেছেন অমিত গোস্বামী, মোস্তফা মাহমুদ, তানজিল রহমান, আবুল হাসনাৎ মিল্টন ও টিপু নিজেই। অ্যালবামটি বাজারে আনছে সাউন্ডটেক। উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে প্রকাশিত হয়েছিল অবসকিউরের ১০ম অ্যালবাম ‘মাঝরাতে চাঁদ’।