নগ্ন মহিলাদের নিয়ে শিল্পকর্ম, বডি আর্ট!
প্রকৃতি আমাদের জন্য সারা বিশ্বে বিছিয়ে রেখেছে অপার বিস্ময়। সেই প্রকতিকেই যদি ধরা যায় শরীরে? এই শিল্পীরা সেটাই করেছেন। বডি পেন্টের মাধ্যমে জীবজগৎ, প্রকৃতিকে শরীরে ফুটিয়ে তোলেন এই শিল্পীরা। এই গ্যালারিতে দেখে নিন তেমনই অপূর্ব কিছু বডি আর্ট।
ব্যাঙ: পাঁচ জন শিল্পীকে নিয়ে এই আর্ট তৈরি করেছেন বিখ্যাত বডি পেন্টার জোহানেস স্টটার।
দেখুন ভিডিও :
ভাল করে ছবিটার দিকে দেখুন তো ? ছবিটা দেখেই ভাবছেন তো এটা সাধারণ একটা নেকড়ের ছবি ? না, এটা কিন্তু যে সে নেকড়ে নয়। এ হল মানুষ নেকড়ে। যে স্বভাবসিদ্ধ ভাবে মাথা উঁচিয়ে ডাকাডাকিও করে। অবাক লাগছে তো ! আপনার মতোই শিল্পী ইতালির স্টোইটারের এই ভাবনা চমকে দিয়েছে সারা দুনিয়াকেও। বডি আর্টের জন্য বিখ্যাত স্টোইটার সম্প্রতি একটি বডি আর্টের ভিডিও প্রকাশ করেছেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে তিন মহিলার নগ্ন দেহের উপর পেইন্ট করে একটি নেকড়ের রূপ দিয়েছেন তিনি। তবে এবারে শুধু স্থির চিত্র নয়, ভিডিওতে নেকড়েটিকে মাথা উঁচু করে ডাকতেও দেখা যাচ্ছে।