প্রতিভা বিকাশে এফিনিটির উদ্যেগ।
বাংলাদেশের শিল্প সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষে নতুন উদ্যেগে কাজ শুরু করছে এফিনিটি গ্রুপ। দেশীয় সংস্কৃতির বিকাশে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি সুবিধা বঞ্চিত প্রতিভাবান শিল্পীদের নিয়ে কাজ শুরু করেছে এফিনিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান “এফিনিটি ইভেন্ট ম্যানেজমেন্ট”। কোন রকম বানিজ্যিক চিন্তা ভাবনা ছাড়াই “এফিনিটি ইভেন্ট ম্যানেজমেন্ট” ঢাকার বিভিন্ন ভেনুতে নিয়মিত বাংলাদেশের প্রতিষ্ঠিত ও জনপ্রিয় সংগীত শিল্পী ও মডেলদের নিয়ে আয়োজন করবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো ।
এ ব্যাপারে এফিনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসরাত আইভী এক সাক্ষাতকারে সারেগামা বাংলাকে বলেন। সমাজ ও সংস্কৃতি অঙ্গনে যে সকল বেক্তিদের গুরুত্তপুর্ন অবদান রয়েছে তাদের সম্মনিত করা সহ সংস্কৃতির বিভিন্য অঙ্গনের সুবিধা বঞ্চিত প্রতিভাবান শিল্পীদের সুযোগ প্রদান করাই এফিনিটির মুল উদেশ্য । আজকের দিনে অনেক প্রতিভাবান শিল্পীই আছে যারা অর্থাভাবে নিজেকে বিকশিত করতে পারে না অথচ তাদের মেধা রয়েছে এফিনিটি তাদের সুযোগ দিতে চায়। এটিকে আমরা এক প্রকার সমাজ সেবা হিসাবেই মনে করছি। একাজ সফল ভাবে সম্পন্ন্য করতে সমাজ ও সংস্কৃতি অঙ্গনের সকলের দোয়া এবং সহযোগীতা কামনা করেন তিনি।
এফিনিটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রাথমিক ভাবে যে অনুষ্ঠানগুলো আয়োজন করবে সেখানে সুবিধা বঞ্চিত প্রতিভাবান শিল্পীদের অংশগ্রহনই থাকবে মুল উদ্যেশ্য এবং পাশাপশি ফ্যাশন শো সহ অন্যান্য আয়োজন ও থাকবে। প্রতিটা অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতি হিসাবে একজন দর্শক জনপ্রিয় সংগীত শিল্পী সংগীত পরিবেশন করবেন। এছাড়াও প্রতিটা অনুষ্ঠানেই সমাজ ও সংস্কৃতি অঙ্গনে যে সকল বেক্তিদের গুরুত্তপুর্ন অবদান রয়েছে তাদের বিশেষ ভাবে সম্মাননা প্রদান করা হবে।