ঈদ আয়োজনে গান বাজার।
প্রতি বছর ঈদে বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশিত হয়ে কয়েক শত অ্যালবাম। অ্যালবাম প্রকাশের জন্য ঈদুল ফিতরকে অনেকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন। এবছরও এর ব্যতিক্রম হয়নি। নতুন ও পুরনো অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর একক, মিশ্রসহ ভিডিও অ্যালবাম রয়েছে প্রকাশের তালিকায়। নবীন শিল্পীদের পাশাপাশি সিনিয়র শিল্পীরাও এবার অ্যালবাম প্রকাশ করেছেন।
জি-সিরিজ (অগ্নিবীণা) জি-সিরিজ (অগ্নিবীণা) থেকে প্রকাশিত হচ্ছে মিশ্র অ্যালবাম দ্য হিট অ্যালবাম, ফাহমীদা নবীর একক সাদাকালো, এস আর সুমনের একক মনের ঘরে, মাজহারুল আলম এর একক প্রবাসীর প্রিয়তমা, আরডি হিল্লোল এর মিশ্র অ্যালবাম তুমি হৃদয় জুড়ে, সাজুর একক সাজু মেলা, কুমকুম এর একক আমার আমি, অনুরূপ আইচের কথায় মিশ্র অ্যালবাম অনুরূপের গান, মিশ্র অ্যালবাম আর্তনাদ-২, ব্যান্ড মিশ্রু ব্লু প্রিন্ট,এফএ সুমনের বধূয়া, প্রেমের একক ছুটির দিনে, সন্দীপনের একক চিটাগংয়ের গান-১, হাসান সিদ্দিকির একক চোখের জল, হিমেল হাসানের চন্দ্র গ্রহণ, শাওন দাসের একক দীপ কোপালী, মিশ্র অ্যালবাম এক চিলতে আকাশ, স্বপ্নীল সজীব ও তুলিকার অ্যালবাম এপার ওপার, হিট অ্যালবাম-৫, সঞ্জয় শীলের মিশ্র অ্যালবাম জীবনগাড়ি, তানভীর আলম সজীবের একক লাটিম, রাজিব শাহের একক মানব জনম, মিশ্র অ্যালবাম মেঘবতী মেয়ে, মিতু কর্মকারের একক মিতু কর্মকার, মঞ্জু রশিদ এর একক নীড়ের পাখি, সাগর বাউল এর একক নিত্য জ্ঞান, চঞ্চল খানের একক ও ভাই কানাই, ফজলুল কবিরের একক ওগো মিষ্টি মেয়ে ইত্যাদি। লেজার ভিশন অধরা: ফোক ভাবসংগীত শিল্পী শফি মণ্ডলের অডিও অ্যালবাম ‘অধরা’। জনপ্রিয় সংগীত পরিচালক আরফিন রুমির ফিচারিংয়ে এই অ্যালবামের সব কটি গানের কথা লিখেছেন কাওসার আহমেদ কাজল। কালো মানিক: অজয় মিত্রের ফিচারিংয়ে ফোক ধাঁচের অ্যালবাম ‘কালো মানিক’। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন সন্দীপন, অনুপম ও পুলক ঘোষ। কথা ও সুর করেছেন বিজয় সরকার, রশিক সরকার ও নিখিল সরকার। ফোক স্টুডিও: ফোক গানের মিক্সড অ্যালবাম অর্ণব মিত্র ফিচারিং ‘ফোক স্টুডিও’। কণ্ঠ দিয়েছেন সন্দীপন, অনুপম, অর্ণব মিত্র, রাজু গাজী ও ইতু সিনগো। জোহান: কণ্ঠশিল্পী মিনার জোহান এর প্রথম একক অডিও অ্যালবাম ‘জোহান’। জোহানের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন নির্ঝর। জল ক্যানভাস: টি এম সাব্বিরের কথায় মিক্সড অডিও অ্যালবাম ‘জল ক্যানভাস’। কণ্ঠ ও সুর করেছেন নির্ঝর চৌধুরী, বনি আহমেদ, শান ও দেবলীনা সুর। সংগীত পরিচালনায় শান ও বনি আহমেদ। আকাশটাকে ছোঁব: কণ্ঠশিল্পী অমিত করের একক অডিও অ্যালবাম ‘আকাশটাকে ছোঁব’। তার সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন মিষ্টি। মাটির মানুষ: ফোক ধারার অ্যালবাম নিয়ে প্রকাশ হতে যাচ্ছে কণ্ঠশিল্পী বাউল ফরহাদের প্রথম একক অডিও অ্যালবাম ‘মাটির মানুষ’। তাহারা চারজন: আবৃত্তির অ্যালবাম ‘তাহারা চারজন’ এ আবৃত্তি করেছেন মকবুল হোসেন পাইক। কবি জীবনানন্দ দাস, হেলাল হাফিজ, কামাল চৌধুরী ও রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ আবৃত্তিগুলো লিখেছেন। সাউন্ডটেক ঈদুল ফিতর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে এবারো বাজারে আসছে বেশ কয়েকটি অ্যালবাম। দেলোয়ার আরজুদা শরফের কথায় অভি আকাশের সুরে ও মুশফিক লিটুর সংগীতায়োজনে ‘তুই আমার সব’ অ্যালবামে গান গেয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ, পারভেজ ও কাজী শুভ। ‘কালো প্রজাপতি’ অ্যালবামে প্লাবন কোরাইশীর কথা-সুরে এফএ সুমন ও ইমন সংগীতায়োজন করেছেন। এতে গান গেয়েছেন কাজী শুভ, শফিক তুহিন ও এফএ সুমন। অবসকিউর ব্যান্ডের নতুন গান নিয়ে অ্যালবাম ‘ক্র্যাক প্লাটুন’, প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লবের সলো অ্যালবাম ‘আমার কোনো টেনশন নেই’, তরুণের একক অ্যালবাম ‘আঁধার ঘরে আলো’, শিলার সলো অ্যালবাম ‘আমার প্রিয়জন’, ব্যান্ড মিক্স অ্যালবাম ‘পুনরুদ্ধার’। এছাড়া ঈদে সাউন্ডটেক স্পেশাল আয়োজনে রয়েছে ন্যান্সি ও এফএ সুমনের ডুয়েট অ্যালবাম। এর গান লিখেছেন আহমেদ রিজভী এবং সুর করেছেন নাজির মাহমুদ ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। সেই সঙ্গে রয়েছে ডলি সায়ন্তনীর সলো অ্যালবাম এবং আহমেদ রিজভীর কথায় ও আলাউদ্দিন আলীর সুরে মিতালী মুখার্জির নতুন গানের সলো অ্যালবাম। গানবক্স দীর্ঘদিন ধরেই বাংলাদেশি মোবাইল কোম্পানিদের সঙ্গে মোবাইল কনটেন্ট প্রোভাইডার (সিপি) হিসেবে কাজ করে আসছে বিভিন্ন রকম এন্টারটেইনমেন্ট সার্ভিস নিয়ে অ্যাডবক্স বাংলাদেশ লি.। এবার প্রতিষ্ঠানটি সরাসরি গান প্রযোজনা-পরিবেশনায় এসেছে। অ্যাডবক্সের জনপ্রিয় মিউজিক অ্যাপ ‘গানবক্স’ এর মাধ্যমে ঈদ উপলক্ষে প্রকাশ হলো ২০টি একক ও মিশ্র গানের অ্যালবাম। যার মাধ্যমে এখন থেকে শ্রোতারা প্রিয় শিল্পীদের নতুন নতুন অসংখ্য গান শুনতে পারবেন নিরবিচ্ছিন্নভাবে। গানবক্সের এই ঈদ আয়োজনে থাকছেন অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, রিজিয়া পারভীন, ইবরার টিপু, বাপ্পা মজুমদার, সাবা তানি, জুয়েল মাহমুদ, জয় শাহরিয়ার, তৌসিফ, ন্যান্সি, সালমা, কিশোর, সাজু, এলিটা, নউমি, কাজী শুভ, পলাশ, সাগর, শারিদ বেলাল, অনন্যা, এসএম তুষার, নদী, মেহেদী, শাহেদ, রেজওয়ান শেখ, স্বরলিপি, লুইপা, পলক হাসান, জান্নাত পুষ্প, মোহনা, আরিফসহ প্রায় অর্ধশতাধিক শিল্পী-সুরকারের একক ও মিশ্র অ্যালবাম। জিসান মাল্টিমিডিয়া তোমার জন্য: রেজয়ান শেখ ফিচারিং মিক্স মিশ্র অ্যালবাম ‘তোমার জন্য’ উক্ত অ্যালবামে ৮টি গানের গীতিকার জিয়াউদ্দিন আলম ও কেপি নিপু। সব কয়টি গানের সুর করেছেন রেজয়ান শেখ। অ্যালবামের সব কয়টি গান জিপি মিউজিকে পাওয়া যাচ্ছে। স্বপ্ন নেই চোখে: ১২টি গান নিয়ে সাজানো হয়েছে এ অ্যালবামটি। অ্যালবামে একটি গান লিখেছেন এফ এ প্রীতম, মুফতি জনি, অপু, আনোয়ার হোসেন অনু। অ্যালবামের গানের সুর করেছেন এফ এ প্রীতম শাহরিয়ার বাধন। সব কয়টি সংগীত পরিচালনা করেছেন সাজেদুর। অ্যালবামটি জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে ডিজিটালি রিলিজ হচ্ছে। সব কয়টি গান জিপি মিউজিকে পাওয়া যাচ্ছে। ঈগল মিউজিক মন দরিয়া: শিল্পী পাপন, শুভমিতা, তাহসান ও দোলা। গীতিকার আসিফ ইকবাল, সোমেশ্বর ওলি ও রাকিব হাসান রাহুল। সঙ্গীতায়োজন অদিত। সত্যি করে বল: শিল্পী আরফিন রুমী, পড়শী ও ঐশী। গীতিকার জাহিদ আকবর ও ফয়সাল রাব্বিকীন। সংগীতায়োজন আরফিন রুমী। শূন্যবাড়ী: শিল্পী মমতাজ ও ফজলুর রহমান বাবু। গীতিকার শহিদুল্লাহ ফরায়েজী, সোমেশ্বর অলী, দেলোয়ার আরজুদা শরফ, প্লাবন কোরেশী, এবং লুৎফর হাসান। সংগীতায়োজন এস কে সমীর। রঙধনু: শিল্পী বিবেক। গীতিকার শ্রাবণ সাব্বির, বিবেক। সংগীতায়োজন বিবেক। রাজকুমারী: শিল্পী, গীতিকার ও সংগীতায়োজন করেছেন নমন। এটিএন মিউজিক এটিএন মিউজিকের ব্যানারে বাজারে আসছে তিনটি অ্যালবাম। অ্যালবাম তিনটি হলো মারিয়া শিমুর ‘আমি ভালোবাসি’ এবং সামিয়া জাহানের ‘ছুঁয়ে দাও আমায়’ ও নাঈম আহমেদ এর “স্বপ্ন” । মান্নান মোহাম্মদের সুর ও সংগীতে অ্যালবাম দুটিতে গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী, মোহাম্মদ ইকবাল হোসেন ও নাজমা মোহাম্মদ। অডিও অ্যালবামের পাশাপাশি অ্যালবামটি ডিভিডিও আকারেও বাজারে আসছে। সিএমভি সিএমভির ব্যানারে বাজারে আসছে ছয়টি অ্যালবাম। অ্যালবামগুলো হলো আধেক তুমি, কনা রিলোডেড, প্রথম ভালোবাসা, ঈর্ষা, বিজয়, মুসাাফির। সংগীতশিল্পীরা হলেন ইমরান, বাপ্পা মজুমদার, কনা, তাহসান রহমান, নিলয় খান, প্রীতম হাসান, মামুন আহমেদ, রুমি প্রমুখ। ইউ ফ্যাক্টর ঈদের আগেই যাত্রা শুরু করল আরো একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইউ ফ্যাক্টর’। এই প্রতিষ্ঠানের প্রথম অডিও সিডি ‘ইউ টু’ প্রকাশিত হয়েছে। শিল্পী আহমেদ রাজীব এবং তানজীব সারোয়ার ৪টি করে গান করেছেন। একটি গানে আহমেদ রাজীবের সহশিল্পী হচ্ছেন তার সহধর্মিণী নীলা নাজ। অ্যালবামের ৮টি গানের মধ্যে থাকছে কিংবদন্তি শিল্পী শচীন দেব বর্মন ও বাউল শাহ্ আবদুল করিমের গান।
অ্যালবামগুলোর খবর জানাচ্ছেন রেজাউর রহমান রিজভী।