এক নজরে পদ্মাসেতু দেখুন!
পদ্মা সেতুর সংক্ষিপ্ত বিবরণ
এক নজরে পদ্মা বহুমূখী সেতু প্রকল্প প্রকল্পের নামঃ পদ্মা বহুমূখী সেতু প্রকল্প।
✬ মূল সেতুর দৈর্ঘ্য – ৬.১৫ কিলোমিটার।
✬ প্রস্থ – দ্বিতীয় তলায় (আপার ডেকে) ৭২ ফুটের চার লেনের সড়ক।
✬ রেললাইন – নিচ তলায় (লোয়ার ডেকে) ডাবল গেজ।
✬ পিলার সংখ্যা – ৪২ (নদীতে ৪০টি)।
✬ ভায়াডাক্ট – দুই প্রান্তে সর্বমোট ৩ দশমিক ১৮ কিলোমিটার।
✬ সংযোগ সড়ক – দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
✬ নদীশাসন – দুই পাড়ে ১২ কিলোমিটার।
✬ প্রকল্পের মোট ব্যয় :২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ মূল সেতুতে।
✬ ব্যয় – ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ।
✬ নদীশাসন ব্যয় – ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ।
✬ অন্যান্য ব্যয় – ৭ হাজার ৯৫২ কোটি ১৯ লাখ।
✬ জনবল – প্রায় ৪ হাজার।
✬ ভায়াডাক্ট পিলার – ৮১ টি।
✬ পানির স্তর থেকে উচ্চতা – ৬০ফুট।
✬ পাইলিং গভীরতা – ৩৮৩ ফুট।
✬ প্রতি পিলারের জন্য পাইলিং – ৬ টি।
✬ মোট পাইলিং সংখ্যা – ২৬৪ টি।
✬ নির্মাণকাজ শেষ – ডিসেম্বর, ২০১৮।
✬ সেতুতে যা থাকছে – গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
প্রকল্পের বিভিন্ন উপাঙ্গসমূহঃ ক) মূল সেতু খ) নদীশাসন কাজ গ) জাজিরা সংযোগ সড়ক ও আনুসঙ্গিক সুযোগ সুবিধা ঘ) মাওয়া সংযোগ সড়ক ও আনুসঙ্গিক সুযোগ সুবিধা ঙ) সার্ভিস এরিয়া-২ চ) পুনর্বাসন ছ) পরিবেশ জ) ভূমি অধিগ্রহণ ঝ) সিএসসি (মূল সেতু ও নদীশাসন) ঞ) সিএসসি (সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া-২) ট) ইঞ্জিনিয়ারিং সাপোর্ট এন্ড সেফটি টিম (ইএসএসটি) মূল সেতু (৬.১৫ কি:মি: দৈর্ঘ্য): ঠিকাদার : চায়না মেজর ব্রীজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, চায়না। চুক্তির মেয়াদ : ৪ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন)। চুক্তি মূল্য : টাকা ১২,১৩৩.৩৯ কোটি। চুক্তি স্বাক্ষরের তারিখ : জুন ১৭, ২০১৪। কার্যাদেশ প্রদানের তারিখ : নভেম্বর ২৬, ২০১৪। কাজের অগ্রগতি : যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী সাইটে আনায়ন, সেতুর test pile এবং channel dredgingসহ ঠিকাদারের আবাসন, stack yard, casting yard ইত্যাদি নির্মাণ এর কার্যক্রম চলমান আছে। নদীশাসন কাজ (১৪ কিঃমিঃ দৈর্ঘ্যে): ঠিকাদার : সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড, চায়না। চুক্তির মেয়াদ : ৪ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন)। চুক্তি মূল্য : টাকা ৮,৭০৭.৮১ কোটি। চুক্তি স্বাক্ষরের তারিখ : নভেম্বর ১০, ২০১৪। কার্যাদেশ প্রদানের তারিখ : ডিসেম্বর ৩১, ২০১৪। কাজের অগ্রগতি : জমি হস্তান্তর, যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী সাইটে আনায়ন, নির্মাণ সামগ্রী ক্রয় প্রক্রিয়াকরণ ও ঠিকাদারের আবাসন, stack yard, casting yard ইত্যাদি নির্মাণ এর কার্যক্রম চলমান আছে। জাজিরা সংযোগ সড়ক ও আনুসঙ্গিক সুযোগ সুবিধা: ঠিকাদার : এএমএল-এইচসিএম(জেভি) চুক্তির মেয়াদ : ৩ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন) চুক্তি মূল্য : টাকা ১০৯৭.৪০ কোটি। কার্যাদেশ প্রদানের তারিখ : অক্টোবর ০৮, ২০১৩। কাজের অগ্রগতি : ২৯.১০%। মাওয়া সংযোগ সড়ক ও আনুসঙ্গিক সুযোগ সুবিধা: ঠিকাদার : এএমএল-এইচসিএম(জেভি) চুক্তির মেয়াদ : ২.৫ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন) চুক্তি মূল্য : টাকা ১৯৩.৪০ কোটি। কার্যাদেশ প্রদানের তারিখ : জানুয়ারী ২৭, ২০১৪। কাজের অগ্রগতি : ২১.৫%। সার্ভিস এরিয়া-২: ঠিকাদার : আব্দুল মোনেম লিমিটেড। চুক্তির মেয়াদ : ২.৫ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন) চুক্তি মূল্য : টাকা ২০৮.৭১ কোটি। কার্যাদেশ প্রদানের তারিখ : জানুয়ারী ১২, ২০১৪। কাজের অগ্রগতি : ১২%।
পুনর্বাসন: ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে জমির মোট অতিরিক্ত বদলীমূল্য প্রদান : টাকা ৫০০.৭১ কোটি টাকা(৩১/১২/২০১৪ তারিখ পর্যন্ত)। মোট প্লটের সংখ্যা : ২৬৯৮টি। আবাসিক প্লটের সংখ্যা : ২৬১৮টি। বানিজ্যিক প্লটের সংখ্যা : ৮০টি। অনুমোদিত ১০৪৫টি প্লটের মধ্যে ৯৭৭টি প্লট ক্ষতিগ্রস্থদেরকে হস্তান্তর করা হয়েছে (৩১/১২/২০১৪ তারিখ পর্যন্ত)। পরিবেশ: ২০১২ সাল থেকে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে এবং অদ্যাবধি মোট ৫৫,১৫০টি বৃক্ষ রোপন করা হয়েছে। ভূমি অধিগ্রহণ: প্রকল্পের জন্য মোট ১৪০৮.৫৪ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। সিএসসি(মূল সেতু ও নদীশাসন): পরামর্শক প্রতিষ্ঠান : কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন, দক্ষিণ কোরিয়া ও সহযোগী প্রতিষ্ঠান। চু্ক্তির মেয়াদ : ৪ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন)। চুক্তি মূল্য : টাকা ৩৮৩.১৫ কোটি। চুক্তি স্বাক্ষরের তারিখ : নভেম্বর ০৩, ২০১৪। কাজের অগ্রগতি : মূল সেতু ও নদীশাসন এর নির্মাণ কাজ তদারকীর জন্য জনবল deployment সহ তদারকী কাজ চলমান আছে। সিএসসি (সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া-২): পরামর্শক প্রতিষ্ঠান : স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেসনস(এসডব্লিউও-ওয়েষ্ট), বাংলাদেশ সেনাবাহিনী, সহযোগীতায় বিআরটিসি, বুয়েট। চু্ক্তির মেয়াদ : ৩ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন) চুক্তি মূল্য : টাকা ১৩৩.৪৯ কোটি। কার্যাদেশ প্রদানের তারিখ : অক্টোবর ১৩, ২০১৩। কাজের অগ্রগতি : ৪০%। ইঞ্জিনিয়ারিং সাপোর্ট এন্ড সেফটি টিম (ইএসএসটি): ইএসএসটি : বাংলাদেশ সেনাবাহিনী। চুক্তির মেয়াদ : ৪ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন)। চুক্তি মূল্য : টাকা ৭২.১৪ কোটি। কার্যাদেশ প্রদানের তারিখ : অক্টোবর ১৩, ২০১৩। কাজের অগ্রগতি : ৩০%।